বর্ষাকালের মেঘ আকাশ
থেকে থেকে কম বেশি বৃষ্টি
পথে শুয়ে থাকা জল থৈ থৈ
বৃষ্টি গায়ে কাজের তাড়ায় ছুটে চলা মানুষজন l


অনন্ত বৃষ্টি নেমেছিল এক আদিকালে
সব পাপ ধুয়ে নিয়েছিল দিগন্তের ওপার
সৃষ্টি ধরেছিল নোয়ার নৌকা l


বৃষ্টিজল এখন নিরাপদ নয়
প্রাকৃতিক নয় পুরোপুরি
ভাসায়, নয়তো পুড়ায় এসিড দহনে l
নদীস্রোত মৃত্যু নিয়ে যায় সাগরে
মানুষের বিষ, মানুষের পাপ
জীবন বিপন্ন করে মহাসাগরে l