একজন কবি
তার মনে কত বিচিত্র ভাব আসে !
শুধু ভাব কেন,
কত আজব ঘটনা ঘটে তার চারপাশে,
যা তার কবিমনকে আলোড়িত করে l
তারপর শান্তিতে, এককোনে বসে
একমনে, তিনি কবিতা লেখেন l


যা ঘটে - এমনিতে তা সামান্যই l
কিন্তু ঘটনার আড়ালে পরম সত্য থাকে l
এই সত্য চোখ এড়িয়ে যায় l
কিন্ত যিনি কবি, তিনি অন্তর্দ্রষ্টা !
সীমার মধ্যে অসীমকে ধরে ফেলেন,
আর রূপের মধ্যে অরূপকে l


প্রশ্ন থাকে - কবি কি ভাগ্যবান ?
সেরকম ঘটনা, তার জানার জগতেই ঘটে ?
এবং কবিতার জন্ম হয় ?
নাকি, ঘটনার শক্তি, প্রভাব
সাধারণ ব্যক্তির মনকেও আলোড়িত করে ?
এবং কবির জন্ম হয় l


কবি কবিতার জন্ম দেন ?
নাকি কবিতার পরিবেশ কবির জন্ম দেয় ?