রাতের বেলা স্বপ্নে এসে
বললো ছন্দ দুঃখে হেসে
এখন গদ্য কবিতা ঢেউ
আমাকে তো ডাকে না কেউ l


সত্য কি তা ? বলি আমি
ছড়াকার সব যতো জানি
ছন্দ বেঁধে লেখে ছড়ায়
পাঠক সবের মন জড়ায় l


মাসিক কিংবা শারদীয়ায়
লেখা সঙ্গে ছবি আঁকায়
গাছ প্রকৃতি ফুল ও ফলে
ভূতের কাণ্ড সদলবলে l


ছোটরা সব ছড়ার দেশে
নানা বৃত্তে লেখা মেশে
দুলকি চালে মধ্যগতি
ছড়ার লক্ষ্য ছন্দ প্রতি l


গদ্য চলে নিজের ধারায়
যুগের দাবির পাগলপারায়
ছড়াকার সব কবি যারা
ছন্দে খেলেন আপনহারা l