(পল্লব কবির "পুত্রকথা" কবিতার দ্বারা প্রাণিত হয়ে)


কবি যা লেখেন তাহা অমৃতসমান
সব ক্ষেত্রে সত্য তাহা সম গুণমান l
পুত্র তার পুত্রকালে পিতা শুধু জানে
সেই পুত্র পিতা হলে পিতাধর্ম মানে l
নিজ পুত্রে সম স্নেহে যত্ন চর্যা করে
বড়ো হলে পুত্র দূরে জানে সে অন্তরে l
মায়ার বাঁধনে সব বাঁধা পড়ে থাকে
কত যার স্তরভেদ বাঁক বাঁকে বাঁকে l


নিজ নিজ মতো সারে পিতৃমাতৃ দায়
দেশ ও বিদেশেতে বাস অনন্যোপায় l
পুত্র কন্যা সম স্নেহ উভয় সন্তান
সর্বকাজে আগুয়ান সম গুণমান l
জগতে যা ঘটে কিছু অমৃতসমান
কবিমন পায় দেখা জহুরির জান l