শীতের জড়তা কেটে যায় ধীরে
রৌদ্রকণার পরশ
সবুজে সবুজে খেলে যায় মন
বনপলাশের হরষ ।


চলে পড়ে সব জীব ও জগতে
কেন্দুবনের পথে
শ্বাপদেরা কতো মৃত্যুর জালে
কাঁটাবন সেই রথে ।


গান উৎসবে ছড়া ও কথায়
রঙ ধরে যায় মনে
পাতা ঝরে যায় স্থির নীরবতা
মানব পলাশবনে ।


আলো হাতছানি শিশু কলরব
মনের গভীর কথা
সবুজ হলুদে আর শীত উৎসবে
দূরে যায় সব ব্যথা ।