টোপর পরে বর বাবাজি কখন থেকে তৈরি
গাড়ি বাসের পাত্তা তো নেই পরিবেশটা বৈরী l
সকাল থেকে টাপুর টুপুর ঝমঝমাঝম ঝম
যোগাড় করতে জিনিসপত্র ঝামেলা কি কম ?
সবাই হাসে সবাই খেলে কাজের বেলায় ঢেঁকি
বন্ধুরা সব দায়িত্বহীন পুরো সবই মেকি l
যাকে যে কাজ দেয়া আছে সবাই ফাঁকি মারে
শেষ অবধি সব ক'টা কাজ পড়ে বরের ঘাড়ে l
বর হলেও তো একটা মাথা একটা মোটে ঘাড়
একা মানুষ কেমন করে করবে সে সব পার ?


গাড়ি লাগে শাড়ি লাগে লাগে হাজার জিনিস
একার ঘাড়ে পড়েছে সব বর বাবাজি ফিনিস l
হম্বি করে তম্বি করে গাড়ির জন্য পাগল
বরের বেশে সেজে আছে বাজে বাজনা মাদল l
দেরি হয়ে যাচ্ছে ভীষণ লগ্ন যে যায় বয়ে
এমন সময় ভাগ্নে বলে একটু রয়ে সয়ে l
বিয়ের তারিখ আজকে নয়তো আছে দু দিন পরে
ফালতু কেন মামাটি তার সেজে আছে বরে l


এমন কথা শুনে মামার চক্ষু চড়কগাছ
ভুলে গেছে নিতে হবে কেজি কয়েক মাছ l
বাড়িভর্তি লোকজনেরা খাবে মাছে ঝোলে
পরশু যাবে বিয়ে করতে দে দোল দে দোল দোলে l