বুড়ি মা খুড়ি করে নুড়ি জমা করে
প্রতি ঝুড়ি কুড়ি টাকা দাম ঠিক ধরে
ছোট নুড়ি বড়ো নুড়ি নুড়ি কতো রঙ
কিনে নেয় ঝুড়ি সব কোম্পানি বং  ।


এই ঝুড়ি কিনেছিলো বাবরের পিসি
বলেছিলো ঝুড়ি নাকি একেবারে দিশি
সকালে বাজার হতো সন্ধ্যায় গান
ঝুড়ি ভরে নিতো তারা মন মন ধান ।


একদিন বৃষ্টিতে ভিজেছিলো ঝুড়ি
তার সাথে ভিজেছিলো থুরথুরে বুড়ি
চুয়ে চুয়ে জল পড়ে অবিরাম কতো
গামছায় জল মোছে বুড়ি অবিরত ।


ঝুড়ি জলে টেঁসে যায়
বুড়ি জলে ভেসে যায় ।
তবু তারা ঝুড়ি ভরে নুড়ি দিয়ে ঠিক
কালের ঘড়িতে বাজে টিক টিক টিক ।