শান্ত দীঘিজলে
সোনালী আলোক খেলে
ছায়া দেয় বায়ু দেয়
পাশে থাকা গাছ
বিশাল প্রান্তর জুড়ে
সমাহিত নীরবতা ভাঙে
পাখির কূজন
এলোমেলো বাতাসের নাচ ।


হঠাৎ দীঘিতে বিস্ফোরণ
জল ছলছল আলোড়ন
ভাঙা কাঁচ যেন লাভাস্রোত
উদ্গীরণ চারধারে
আকাশের দিকে চোখ
জলের প্রবাহ
চক্র বিস্তৃত হয় ক্রমে
কাছ থেকে দূরে ।