লক ডাউনে বন্দী ঘরে আজব খেয়াল আসে
মাথার মধ্যে আজগুবি সব ভাবনাগুলো ভাসে l
ভাইরাসটা হাতে পেলে চাটনি চটকে খাই
কেলোর কিলন কিলিয়ে তাকে গঙ্গাস্নানে যাই l
অথবা সে বিমান চড়ে এলো যেখান থেকে
সেই বিমানে সিঁধিয়ে তাকে পাঠাই ফেরত ডাকে l
ঝাঁটা আছে, লাঠি আছে, আছে মুগুর শিলা
পিটিয়ে কিলিয়ে ভাইরাসটার করবো পরান ঢিলা l
কায়দা করে ধরে বেঁধে গেঁথে দেবো পুঁতে
বাঁধন ছিঁড়ে পারবে না সে আর কাউকে ছুঁতে l


একলা থেকে পড়ে পড়ে মরবে শেষে নিজে
তার মরণে খুশিতে সব বাজবে ঘরে ডিজে l
ঘরে যতো পোলাপান সব হবে আবার স্বাধীন
ইচ্ছেমতো ঘুরবে ফিরবে নাচবে তাধিন তাধিন l
আছেন যতো বয়স্করা কাটবে বিপদ তাঁদের
সাহস বুকে ফিরবে আবার সূর্য এবং চাঁদের l
লাষ্ট ওয়ার্নিং দেব তাকে বলবো ভীষণ রেগে
রাগের কথা শুনে সে তো যাবে সত্যি ভেগে l
বন্দী ঘরে একটা করে রাগের জোয়ার আসে
ভাঁটির টানে সময়যানে সে রাগ শূন্যে ভাসে l


যা হবে সব নিয়মমতো জানি সে তো জানি
তবু বন্দী ঘরে বসে মনের শাসন মানি
আজব আজব খেয়াল দিয়ে সময় করি পার
লক ডাউনের দিনগুলি যে কাটতে চায় না আর l