ছন্দের বন্ধে বেঁধে গিয়ে কবিগণ লিখে যান চাঁদ তারা পাখি
আর যতো আছে পরী যতো সব সুন্দরী সুন্দর নীল যতো আঁখি l
এই গোটা বিশ্ব চরাচর নিঃস্ব ছন্দের তাল যদি কাটে
সাগরে ও আসমানে যতো সব নদীগানে দেয় মন ছন্দের পাঠে l
বাতাসের বয়ে চলা দিন কাল চঞ্চলা ছন্দের ব্যাকরণ মানে
আমাদের রেলগাড়ি শিশুদের পাততাড়ি ছন্দের নিয়মটা জানে l
মাঝি সুরে গান গায় দিগন্ত গিলে খায় ঐ সুর তাল মেপে চলে
মহাকাল ঘিরে থাকে ছন্দের কারিগরি কবি যান মিশে ঐ দলে l


আবার কখনো দেখি মাখামাখি মেকি নেকি চোখে ঠুলি পড়ে ভালো জনে
মুখোশ আড়ালে থেকে পথ চলে এঁকেবেঁকে সাময়িক লাভটুকু গোনে l
হিংসা ও রক্ত পেয়ে যায় ভক্ত অধিকার মানুষের পদতলে দলিত
শতাব্দী লালিত ছিলো যতো রীতি নীতি আজ তার সবকিছু গলিত l
ছন্দের তাল কেটে মানুষের জীবনে অসুরের আগমন ডঙ্কার
কবি তুমি জেগে ওঠো ছন্দের সাথে ছোটো শেষ করো যুগ এই শঙ্কার l