বসতবাড়ি, আপন গৃহ, বারান্দা, উঠোন
বাসিন্দা তার মানুষ কিছু সবাই আপনজন l
বহু বহু যুগের থেকে এই ভিটাতে বাস
জন্ম এবং বেড়ে ওঠা সবাই বয়সদাস l
এই এখানে উলু ওঠে হরিবোলের ধ্বনী
নানা বারে নানা কাজে নানান ধ্বনী শুনি l
দ্বন্দ্বে এবং ভালোবাসায় সময়চাকার সাথে
বছর সকল পার হয়ে যাই রাত্রি সুপ্রভাতে l


ছুটছে খেলছে কিশোর বালক লেখাপড়ার শেষে
কর্ম একটা জুটে গেলে বিয়ের পিঁড়ি বসে l
দায়দায়িত্ব মাথায় তবু নিজের মালিক নিজে
বুড়ো হলে পরনির্ভর দয়ার পাত্র সেজে l
বুড়ো বাবা মায়ের দিকে তাকায় নাকো ছেলে
ব্যস্ত ভীষণ নিজের কাজে মনপ্রাণ পুরো ঢেলে l
যুগ বদলে একই মানুষ মালিক থেকে অধীন  
বয়সভারে জীর্ণ শীর্ণ শেষের গোণা ক'দিন l


এই দীনতা ঝেড়ে ফেলে সবাই জেগে উঠি
আপন আপন বলে সবাই হই সকলের খুঁটি l
অধীনতা ছেড়ে সবাই আপন অধীন থাকি
সকল প্রবীণ মিলেজুলে সবার লক্ষ্য রাখি l