বলছো আমায় লিখতে ছড়া
ছড়া লেখা কি এতো সস্তা
লেখার নামে নিত্য জমছে
লেখা জমছে কয়েক বস্তা l


সেই লেখাকে ঝেড়ে বেছে
একটি ছড়াও পাই না
অনেক লিখে টের পেয়েছি
ছড়া লেখা যায় না l


ছড়া আসে নিজের থেকে
টপকে পড়ে খাতার পাতায়
কবি শুধু কলম ধরেন
হয় তা লেখা ছড়ার খাতায় l


সেই ছড়াকে ভাসিয়ে দেয়া
উড়িয়ে দেয়া নীল আকাশে
পাতায় পাতায় শিশুর মাথায়
খেলবে সেটা হিম বাতাসে l