ঘোরে ঘর্ঘর করে ঘূর্ণির মতো
নিজ চারপাশে ঘোরে, ঘোরে অবিরত l
দিন হয় রাত হয় এই ঘোরা থেকে
সকাল বিকাল পাই সেই ঘোরা ফাঁকে l
আর চলে, চলে পথে উপবৃত্তের
সেই চলা থেকে পাই ঋতু বছরের l
বছর বছর চলে দশক শতক
কি থেকে কি হয় সময় আটক l
বন কেটে সাফ করে নগর পেলাম
নদীসব গতি ভুলে পানার গোলাম l
গ্রাম থেকে শহরের শুরু অভিযান
থেকে থেকে চলে আসে অভিনব যান l
যানে চড়ে উড়ে যায় পৃথিবী মানব
মানুষই দেবতা তার মানুষই দানব l


পৃথিবীটা ঘুরে যায় ঘর্ঘর করে
সকালটা উপহার ঘুমভেঙে ভোরে l