রঙ ঢেলেছেন এই ভুবনে রঙের মালিক তিনি
রঙ দেখে তাই আমরা সবাই সঠিক সময় চিনি
একেক রঙের একেক মানে যার যে রঙটা সাজে
সেই রঙেতে মাতে সবাই এই ভুবনের মাঝে
সবুজ রঙে জীবন খেলে বিশ্ব জোড়া চলন
খয়েরি রঙ মেতে ওঠে ভাবের অনুগমন
দূর দিগন্ত পাতার ফাঁকে কতো সে রঙ দেখায়
যেমনটা যার মনের গতি ঠিক তেমনটা সে পায় l


রঙ নিয়েছে সব প্রজাতি রঙের খেলা খেলে
রঙে সেজে সাথী ভোলায় গোপন আতর ঢেলে
আকাশ মাটি সবুজ পাতা গাছের যতো কোটর
সবখানেতে রঙের খেলা মনের বাহির ভিতর
জলে ডাঙ্গায় ঘাসের ফাঁকে রঙিন সত্তা নাচে
রঙের নেশায় মাতাল বেহুঁশ আসল বাঁচা বাঁচে l