কতো কতো চিতা ওঠে বড়ো বড়ো গাছে
বন-চিতা ঘর-চিতা যতো চিতা আছে ।
আমাদের এক চিতা বন নদী ঘোরে
সুকুমার নাম তার ঘোরে ঘোরা-জ্বরে ।
সাথী তার আছে কতো পথে প্রান্তরে
গাছে ওঠে ছবি তোলে হৈ হুল্লোড়ে ।
এই ডাল সেই ডাল মগডালে চড়ে
খায় শোয় গাছে গাছে যায় নাকো পড়ে ।
দ্রুতগামী বড়ো লাফে শিকারটা ধরে
চোখ করে জ্বলজ্বল বুক ধরপরে ।
চিতাগুণ সুকুমার হাসি এনে মুখে
গাছে উঠে শুয়ে পড়ে কি জানি কি সুখে ।
প্রিয়জন চিন্তিত ভাবে কতো কথা
ভেবে ভেবে একসার বুকে বাড়ে ব্যথা ।
বনচিতা বনে থাক ঘরচিতা ঘরে  
ওরে বাবা নেমে আয় অতি সত্বরে ।