শিউলি ফুলের গন্ধে কেমন ঠিক পড়ে যায় মনে
এসেছে শরৎ গাঁয়ে ও গঞ্জে অমল ধবল সনে l
দেবীর গড়নে ব্যস্ত ভীষণ কুমোরটুলির পাড়া
পুজোর বাজার ধীরে ধীরে দেখি হয়ে যায় সব সারা l
আবার কোথাও হয় না বাজার টাকায় পড়লে টান
কতো কিশোরের চক্ষু সজল হৃদয়টা ভেঙে খান l
পূজামণ্ডপে তোড়জোড় শুরু থিম পুজো এইবারও
বাজেট ছাড়িয়ে টাকার চাহিদা টাকা চায় আরো আরো l
শরতের মেঘ পেঁজা তুলো হয়ে আকাশের গায়ে ভাসে
সবুজে সদায় মাঠ ভরে যায় ঘাসবন সাদা কাশে l
বাড়িতে উঠেছে নতুন ফসল গোলা ভরা গম ধানে
ছুটির আমেজ আকাশে বাতাসে কবিতায় ছড়া গানে l
ঢাকে পড়ে কাঠি সেজে পরিপাটি দেবী মা'র আগমন
বিদ্বেষ বিষ ত্যাগ করে যেন এক হয় সব মন l