করোনা দিয়েছে তাঁকে এক মুখ দাড়ি
সর্বদা সবাই যে নিজ নিজ বাড়ি l
যদিও কাজের টানে তিনি হন বার
কিন্তু কাজেতে নেই কোনো barber l
তিনি পুলিশের লোক বড়ো অফিসার
লক ডাউনের দিনে কতো কাজ তাঁর l
একঝাঁক কাজ আর একমুখ দাড়ি
এই নিয়ে করে যান পথ আর বাড়ি l
মুখ তাঁর হাসিমাখা শিশু শিশু ভাব
কাঁচা পাকা চুল দাড়ি মিশুকে স্বভাব l
প্রশাসনে থেকে তবু সৃষ্টির পথে
কাব্য কবিতা লেখা চলে জয়রথে l
এপার ওপার মিলে আয়োজন সারা
মিলে যায় কবিতায় কবিমন যারা l
অনুগামী পাঠকেরা দুই পার জুড়ে
কাব্য কবিতা পড়ে, পড়ে মন ভরে l
আজকে বিপদদিনে সব কাজ সেরে
মুখভরা দাড়ি তাঁর ফেসবুকে ফেরে l
লাইক ও কমেন্ট এর বয়ে যায় ঝড়
ডিজিটাল দুনিয়ায় কেউ নই পর l


##
আসরের প্রিয় কবি ফারহাত আহমেদকে নিবেদিত