এই ছেলে শোন্ তো
এক থেকে দশ ঘর
ধীরে ধীরে গোন্ তো !
কি বলিস ?
গোণা তোর ধাতে নেই ?
যুগ যুগ ধরে গোণা
তোর কোনো জাতে নেই ?


হাসালি তো !
তাই ফের হয় নাকি ?
এতো সব ছোটাছুটি
সারাদিন খাটাখাটি
কতো খেটে কতো হয় ।
গুনে নিস নিশ্চয় !
মজুরি তো নিস তোরা !
তবে কেন মস্করা ?


না গো বাবু গুণি কই
পেটে ভাতে বেঁচে রই !
যার টাকা তার চাল
তার আটা তার ডাল
রেঁধে বেড়ে শুধু খাই
গোণা কাজ ধাতে নাই ।


একবার গুণেছিলো বাবার ঠাকুরদা
গুণে গুণে কিনেছিল পান বিড়ি জর্দা
পান খেয়ে জিভ জ্বলে বুক করে ধড়পড়
ধরাধাম ইতি হলো গোণা শেষ তারপর ।