আমার শহরে আজ পথ হাঁটে হিংসার দল
গাছে গাছে ফোটে যতো বিষফল
আকাশে যাবার কথা যার
পাতালের অন্তে খুঁজে ফেরে সাথীদের তার l
মন্দিরপাশে আশার বাণী শোনা যেত কতো যুগ
হানাহানি করেছে দূর পাশে থাকা মানুষ  
সন্দেহের চোখ ঘুরে ফিরে চারিধার
রঙেরা বেঁটে যায় কতো দলে l
এক মুখ সব দলে, এক হিংসার অনুবর্তন
নদীর স্রোতে ভেসে যায় লাশ l
মানুষের পরিচয় নতুক মোড়কে হয় জানা
গাছে গাছে ফোটে ফুল বিঁধে যায় শুধু হুল
সাতরঙা আকাশেও চলে মালিকানা
আঘাতে আঘাতে আহত পরিজন  
এক রঙে দেখে বিশ্বব্রহ্মান্ড
যেখানেই ঘটে যায় কিছু
শুরু হয় কলরব সমাজের নামে
কলকাকলিতে ভেসে যায় রক্তের রঙ
আর ভাসে মানুষের হৃদয়ের পাঁজরের কথা l