এ বলে ও খারাপ ও বলে এ
উভয়পক্ষে খারাপ লোককে উপেক্ষা করে চলা
এড়িয়ে চলা
এইভাবে দিনেদিনে জগৎটা ছোট হয়ে যায়
একদিন মুখের ওপর নিজেকেই শুনতে হয় - তুমি  খারাপ
এবার কোথায় ?
এমন মুহুর্তগুলিতেই কি মানুষ নিজেকে ফুরিয়ে দেয় ?
তাহলে যারা মূলত অপরাধী
তারা নিজেদের বাঁচিয়ে রাখে কোন শক্তিতে  
নিজের বিবেকের কাছে তারাও কি নিরপরাধ
ঠিক ততদিন যতক্ষণ না পর্যন্ত একজন এসে
তাদের মুখোশ খুলে দিচ্ছে
তবু তো তাদের বলতে শুনি - মুঝে মাপ কর দো l
যারা আত্মবিশ্বাসী তাঁরা মাপ চায় না
অপরাধী বুঝলেই নিজের বিচার নিজেরা করে নেয় l


##
৪৪০.