বেজায় রেগে বললো দাদু - এই যে আমি চললাম
ঠান্ডা মাথায় বললো দিদা - যাও না, যেতে বললাম ।
দেখবো কতো মুরাদ তোমার টিকছো কেমন বাইরে
দেখবো সেটাই কেমন করে দিনটা তোমার যায় রে ।
যখন তখন বায়না করো এই এটা দাও সেইটা
ঘর ভর্তি সবাই ছুটি ছুট দিয়ে ভো কাট্টা ।
ছুটতে মুখে ফেনা ওঠে তবু খুশি নাই তোমার
বাড়ির বাইরে থাকলে ক'দিন বুঝবে বাঁচার কি গ্রামার l
খাবার সময় শোবার সময় প্রতি সময় পাবে টের
টেরটা পেলে সুড়সূড়িয়ে ঘরে তুমি ফিরবে ফের l


- রাখো তোমার বকবকানি, থোড়াই আমি যাচ্ছি
ভালো আছি ঘরে জানি, বসে বসে খাচ্ছি ।
তবু একটু ভাও বাড়াতে মাঝে মাঝে তাল ঠুকি
সব কিছু তার ধরা পরে তুমিও তো নও খুকি ।