ঘনঘোর সন্ধ্যায় ঘুরিফিরি আঁধারে
মুক্তির স্বাদ পাই নেই আমি বাঁধা রে l
একা কেন ঘুরি বলো বাবাকেও সাথে নেই
মেলা যাই দোলা চড়ি নাচি তা তা ধেই ধেই l
ভূ ভূ করে উড়ে যাই হেলমেট মাথাতে
ইচ্ছেমতোন খাই পথে কোনো ধাবাতে l
পড়াশোনা করে করে মাথা ধরে ঝিম ঝিম
বাবা তো অফিস করে আর করে ঘরে জিম l
একঘেয়ে লাগে বড়ো রুটিনের চলনে
মজা পাই মাঝে মাঝে নিয়মের দলনে l
সব ছেড়ে উড়ে যাই
মা-ই কেন বাদ যায়
ঘর ছেড়ে বাইরে
কি যে মজা পাই রে
সন্ধ্যার আঁধারে খুঁজে পাই মুক্তি
তোমরাও বুঝে নিও একথার যুক্তি l
521