মাঘমাসে বাঘ দাদা হয়েছেন কুপোকাত
ঠান্ডায় জান যায় প্রাণ যায় ওরে বাপ !
বিষয়টা জানা তার পড়েছে সে বই এ তে
বক্রেশ্বরে নাকি জল ফোটে তাপেতে ।  
ইচ্ছেটা হলো তার সেই জলে ডুবে থাকে
গরমের আঁচ নিয়ে  শীতটাকে ভুলে থাকে ।
কিন্তু সমস্যা ঐ সেই জায়গায়
বাঘ যায় কি করে ? মানুষের খাইদাই !


ডাকলো মিটিং এক জরুরী তা বড্ড
বনে যতো পশুপাখি চলে আসে সদ্য ।
বক্রেশ্বর এক গড়া হবে বনে তাই
দিতে হবে চাঁদা তার মাথাপিছু পাই পাই ।
কেশে হেঁকে বাঘমামা সেই কথা বলে যায়
ভয়ে শোকে পশুদের হয় নাকো খাইদাই ।
সেইক্ষণে সারা বনে জারি হলো ডিক্রি  
চাঁদা দেয় পশুসব ঘটিবাটি বিক্রি ।


** প্রেক্ষণ ফেব্রুয়ারি, ২০১৯ এ প্রকাশিত, পৃষ্ঠা - ২৮


** ভবানীপ্রসাদ মজুমদার ও শম্পা হালদার সম্পাদিত ভূবন ভরা শিশুর হাসি, এপ্রিল, ২০২১ এ প্রকাশিত, পৃষ্ঠা - ৯১