কে কার গুরু
কার কে চেলা
বড়ো বড়ো দর্শন
কাজে অবহেলা l


ছোটো ছোটো প্রানী
নেই অভিমান
মিলেমিশে বেঁটে খায়
প্রকৃতির দান l


অতি বড়ো জ্ঞানী
সবার উপর
লোভ তার প্রমাণিত
কাজের ভিতর l


তলা পরে তলা ওঠে
মান যায় পড়ে
ঘাটতিটা থেকে যায়
হুঁশের আকরে l