সকাল হতেই হুরুম ধূরূম
ঢাকা সদরঘাটে
নৌকা ছোটে নদীর জলে  
যমুনা তার পাটে ।


আরও চলে জাহাজ কতো
কি বিশাল তার আকার
সকালবেলায় আদি ঢাকায়
মানুষ হাজার হাজার ।


জেগে ওঠে ঢাকা শহর
জাগে সকল প্রানী  
মানুষ মেশে কাজের ভিড়ে
কতো কি আমদানি ।


আদি ঢাকার বিরল দৃশ্য
বন্দরের সভ্যতা
সামনে এসে হাজির যেন
ইতিহাসের পাতা ।