ঠিক দুপুরে পীরপুকুরে
বাঁধল সে এক গোল
ছেলেবুড়ো সবাই মিলে
করছে হট্টগোল l


গ্রহণ ছিলো দিন দুপুরে
সূর্য নাকি চাঁদের
সেই তর্ক উঠেছে জমে
ভীষণ আর্তনাদের l


গোল বেঁধেছে সেটা নিয়ে
চাঁদ নাকি সূর্য
চাঁদ কোথায় দিন দুপুরে
সূর্যে রণতূর্য l


ভিনদেশি এক ভবঘুরে
চাঁদের নাকি আপন
চন্দ্রগ্রহণ রায় দিয়ে দেয়  
বুক ফুলিয়ে জ্ঞাপন l


আঁধার দিনে হট্টগোলে
জেগে ওঠে পাড়া
ভূগোল বইএ এসব কিছু
লেখেন নাকো তাঁরা l