এক হল বিপত্তি, আর অন্যটা বিপর্যয় l


বিপত্তি কখন ?
যখন প্রকৃতি রুদ্ররূপ, নিয়ম করে
খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প
কিংবা আমাদের নিজেদের ভুল
অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, গ্যাস লিক


আর বিপর্যয় কখন ?
যখন বিপত্তির মোকাবিলায় আমরা ব্যর্থ l
যখন প্রস্তুতির অভাব, সংযোগের অভাব
সচেতনতা নেই, যথার্থ জ্ঞানের অভাব
বিপত্তির ভয়ঙ্কর রূপ আঘাত করল অর্থনীতিকে
বহু মানুষ মারা গেল, আহত হল, সঙ্গে গবাদি পশু
ফসল নষ্ট হল, ঘরবাড়ি চুরমার, মানুষ হল কর্মহীন
পরিকাঠামো গেল ভেঙ্গে, রাষ্ট্রের ওপর এল চাপ,
মানুষকে বিপদমুক্ত করার, তার পুনর্বাসন, রুজি l
পরিকাঠামো পুন-নির্মাণ, সেটা হল বিপর্যয় l


বিপর্যয় ব্যবস্থাপনা অর্থ শুধু ত্রাণ বিলি নয়,
বিপর্যয়ের সামগ্রিক ব্যবস্থাপনা l
প্রস্তুতি, বিপর্যয়কালীন ত্রাণ ও উদ্ধার
এবং বিপর্যয়-উত্তর পূনর্বাসন l


বিপত্তিকে আমরা রুখব কি ভাবে ?
না, বিপত্তিকে রুখতে তো পারব না l
প্রকৃতি তার খেলা খেলবেই l
তার সঙ্গে মানিয়ে নেওয়া রপ্ত করতে হবে l
বিপত্তি বিপর্যয়ে পরিণত না হয়
সে চেষ্টা করতে পারি l
বিপত্তি থেকে ক্ষতির পরিমাণ কমানো যায় l
তার জন্য প্রয়োজন প্রস্তুতি, সামর্থ্য নির্মাণ l
বিপর্যয়কালীন সেবা, ত্রাণ, উদ্ধার ও পূনর্বাসন l


বন্যাকে আমরা রুখে দিতে পারি বাঁধ দিয়ে
ঝড়কে শান্ত করা যায় গাছের সারি দিয়ে l
আর থাকবে ওয়ার্নিং ব্যবস্থা - সতর্কতা জারি l
প্রযুক্তির ব্যবহারে বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া,
জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা গঠন l
প্রস্তুতি বলতে - সার্চ অ্যান্ড রেস্কু দল গঠন
স্নিফর ডগ স্কোয়াড, বিশেষ পরিবহন ব্যবস্থা
প্রশিক্ষিত মেডিক্যাল টিম, সচেতনতা শিবির l
আর যেটা অবশ্যই দরকার - একটা ভারপ্রাপ্ত দপ্তর l


বিপর্যয়কে আমরা ওয়াক ওভার দিতে পারি না l
প্রকৃতি মা - যার কাছে আমাদের অস্তিত্ব ঋণী
মাঝে মাঝে গোঁসা করেন l রুদ্র বেশ ধরেন -
বন্যা, ভূমিকম্প, ঝড়, খরা, বজ্রপাত - আরও কত !
যথাযথ প্রস্তুতি নিয়ে বিপত্তির সম্মুখীন হতে হবে l


আছে আমাদের নিজেদের ভুলে সংঘটিত বিপর্যয়
আগুন, দুর্ঘটনা, শিল্পাঞ্চলে বিষক্রিয়া, দূষণ
সন্ত্রাস, বিস্ফোরণ, যুদ্ধ l
কিছু আচরণ যা প্রতি মুহূর্তে
আমাদের বৃহত্তর বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে l
প্লাস্টিক, জল অপচয়, অরণ্য ধ্বংস - আরও কত !


একদিকে বিপর্যয়ের সঙ্গে লড়াই করছি
অন্যদিকে লোভ হিংসা বোকামি আমাদের
সেই বিপর্যয়ের দিকেই নিয়ে যাচ্ছে l
আমাদের লড়তে হবে আমাদের ভেতরের
বিপর্যয় সৃষ্টিকারী অভ্যাস ও কর্মের সঙ্গেও l