মানুষের চাওয়া ও পাওয়ার মধ্যে থাকে বিস্তর ব্যবধান l দেশগঠনের সময়, দেশকে বিদেশী শাসনমুক্ত করার সময় অনেক স্বপ্ন দেখা ও দেখানো হয় l অনেক ত্যাগ, বলিদান ও সংযমের মধ্যে দিয়ে, লড়াই সংগ্রাম পরিচালনার মধ্যে দিয়ে একটি দেশ স্বাধীন হয় l একটি জাতিসত্তা মূর্ত হয় l নতুন শাসকের কাছে, স্বাধীন সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকে দেশবাসীর l তার কিছু পূরণ হয় l কিছু হয় না l অনেকটা দিন অতিবাহিত হবার পর মানুষ বুঝতে চায়, কি তার প্রত্যাশা ছিল, কতটা তার পূরণ হয়েছে l কতোটা হয় নি l না হলে, কেন হয় নি l এই অবস্থান থেকেই কবি ডিএম সাজিদ "আজও হয়নি পাওয়া" কবিতাটি রচনা করেছেন l
মানুষের মনে হয় অগাধ বিশ্বাসে তাঁরা যা পাবে বলে মনে করেছিলেন, তা তাঁরা পান নি l অগাধ আত্মবিশ্বাস নিয়েই তাঁরা দেশকে স্বাধীন করার কাজে আত্মসমর্পণ করেছিলেন l এগিয়ে এসেছিলেন l কথা ছিলো অনেক কিছু পাবার l কিন্তু অনেকটা সময় অতিবাহিত হবার পরও সেগুলি রূপায়িত হয় নি l
দেশকে ঘিরে অনেক আশার বীজ বপন করা হয়েছিল l আশা ছিল, কতকগুলি মূল্যবোধের ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়ে যাবে দেশ l মেহনতি কৃষক, শ্রমিক শান্তিতে নিঃশ্বাস নিবেন l সোনার বাংলাদেশ গড়ে উঠবে l কিন্তু কবি বুঝতে পারেন, তা হয়ে ওঠে নি l অনেক জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, নিয়ম মোতাবেক চললে দেশের অনেক উন্নতি করার কথা l কিন্তু নিয়মের পালন হয় নি l নীতির প্রশ্নে অনেক রকমফের হয়েছে l দেশ তো আছে l কিন্তু জনকল্যাণের প্রতিশ্রুত নীতিকে মানা হয় নি l পিছন দরজা দিয়ে ইতিহাসের চাকাকে পিছনে চালিত করে আবার জমিদারি প্রথা ফিরিয়ে আনা হয়েছে ভিন্ন কোনো নামে l ফলে সাধারণ মানুষের মনের আনন্দ নষ্ট হয়েছে l শান্তি বিঘ্নিত হয়েছে l বিচারের কাঠগড়ায় কেবল গরীব মানুষকে দাঁড়াতে হয়েছে বারংবার l ধনীদের বিচারের আওতার বাইরে রাখা হয়েছে l মধ্যস্থতার নামে চলেছে গরীবের ওপর নিপীড়ন ও কষাঘাত l টাকাই যেন সব l যার টাকা আছে, সে যেন সব কিছুর মালিক l তারই আছে বাঁচার অধিকার l আর যার টাকা নেই, তার কোনো মূল্য নেই l তার মৃত্যুরও অধিকার নেই l এভাবেই চলছে সবকিছু l সোনার বাংলা গড়বার সংকল্প যখন নেয়া হয়েছিল, তখন কিন্তু এরকম কথা ছিল না l
কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!