শুভ জন্মদিন কবি !
হ্যাঁ নিজেকে ভালোবাসা দিয়েই প্রথম প্রেমের অনুভব হয় l নিজেকে ভালবাসতে পারাটা প্রেমের পথে এক সুন্দর শুরু l যে নিজেকে ভালোবাসে না, সে অপরকেও ভালবাসতে পারে না l অপর কারুর প্রতি ভালবাসার বোধ জাগ্রত হলে, তার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে হয় l নিজের প্রিয়জনের জন্য নিজেকে সুন্দর করে তোলার জন্য নিজেকে ভালোবাসতে হয় l পরে সেটিই অভ্যাসে পরিণত হয় l শুধু নিজেকে ভালোবাসার মধ্যে দিয়ে প্রেমের অনুভব আসে l
কবি সায়ণী ঘোষ "আমার আছি আমি" কবিতায় এই আত্মপ্রেমের কথাই মেলে ধরেছেন l প্রতিদিন প্রতিটি মুহূর্ত নিজেকে ভালো লেগেছে তাঁর l প্রতিদিন নিজের প্রেমে পড়েছেন তিনি l স্বজ্ঞানে তিনি বিষয়টিকে অনুমোদনও করেছেন এবং নিজের সঙ্গে একটা বোঝাপড়া তৈরি করেছেন l


অন্য কাউকে একসময় ভালো লাগতো l তার মতো করে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করেছিলেন l কিন্তু এই প্রয়াসে নিজস্ব গড়নটাই যেন হারিয়ে যাচ্ছিল l  এই প্রয়াস বহুদিনের l সেই ছোটবেলায় হাডুডু খেলার সময় থেকে l সেই খেলার ছন্দেই মনটা নেচে উঠতো l ভালবাসার জন্য মনে আকাঙ্খা জাগত l বিশেষ কারো ভালবাসা পাবার আশায় মন আকুল হতো l নিজেকে তার কাছে আকর্ষণীয় করে তোলার প্রয়াস থাকতো l চেতন অবচেতন মনে নিজেকে সর্বদা সুন্দর মনে হতো l দীর্ঘদিন ধরে বিষয়টি একটা অভ্যাসের পর্যায়ে দাঁড়িয়ে গেছে l নিজেকে ভালো লাগা এখন স্বভাবে পরিণত হয়েছে l আজকাল কেউ কুশল জিজ্ঞাসা করলে ভিতর থেকে সত্যই নিজের সম্বন্ধে ভালো থাকার অনুভবটা বেরিয়ে আসে l
নিজেকে ভালোবাসার বিষয়টা এভাবেই যেন স্বার্থপরতার পর্যায়ে পৌঁছে গেছে l অপরের জন্য নিজেকে ভালোবাসতে গিয়ে এখন নিজের প্রেমেই হাবুডুবু l নিত্যদিন l প্রতিমুহূর্তে l নিজের কাছেই যেন প্রেম নিবেদনের পালা l


কবিকে পুনরায় জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা !