প্রেমের কবিতা l বহুদিন ধরে মনের মধ্যে প্রেম, ভালবাসা দানা বেঁধেছিল l হৃদয়ের এই অনুভব প্রকাশও করেছিলেন প্রেমিক l কিন্তু আশানুরূপ সাড়া মেলে নি l ডাকের উত্তর মেলে নি l কিন্তু প্রেম হার মানে না l প্রেম শেষ পর্যন্ত জয়ী হবেই, একদিন প্রেমের মানুষটি কাছে আসবেই, এই প্রত্যাশায় হৃদয় মন দিশেহারা হয়েছে l অন্ধভাবে একতরফা ভালোবেসে গেছেন l
কবি ডা. প্রদীপ কুমার রায় "অন্ধ প্রেম" কবিতায় এরকম এক ধৈর্যশীল প্রেমিকের গল্প শুনিয়েছেন যিনি প্রেমভাব উদ্গীরণের প্রাথমিক পর্বে বিপরীত দিক থেকে কোনো সাড়া না পেয়েও থেমে যান নি l নিজের ভালবাসার প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি তাঁর দিক থেকে ভালোবাসার নিবেদন চালিয়ে গেছেন l কখনো মনে হয়েছে তাঁর প্রেম সফলতা পেতে চলেছে l হাতছানি দিয়ে তাঁর প্রিয়া তাঁকে যেন ডাকছেন l কখনো আবার মনে হয়েছে তাঁর সকল প্রয়াসই ব্যর্থ হয়েছে l তাঁর প্রেমিকা নিজ হৃদয়বৃত্তের মধ্যেই বন্দী থেকে গেছেন l তাকে প্রসারিত করে অন্য একটি প্রেমিক হৃদয়কে আপন করে নিতে চান নি l
এরকম আলো-আঁধারি যাত্রাপথ তাঁর প্রেমের l আশা নিরাশার দোলায় চলতে চলতে নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছেন কবিতায় উল্লিখিত প্রেমিক পুরুষটি l
শেষ পর্যন্ত তিনি নিরাশ হন নি l সবুরে মেওয়া ফলেছে l তাঁর প্রিয়া তাঁর ভালোবাসার নিবেদন স্বীকার করেছেন l অনেকদিন সময় লেগেছে তার জন্য l কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকার হৃদয় বিগলিত হয়েছে এবং তিনি এসেছেন l এসেছেন প্রেমিক মানুষটির কাছে, তাঁর বাড়িতে বধূবেশে l প্রেম আপাত সফলতা পেয়েছে l হৃদয়ের মানুষটির আগমনে, তাঁর শুভ পদার্পনে বাড়িঘর, হৃদয় মন আলোকোজ্জ্বল হয়ে উঠেছে l ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে হৃদয় মন আনন্দে দিশেহারা হয়ে গেছে l
কিন্তু কবিতায় বর্ণিত প্রেমিকটি নিজেকে দিশেহারা করে রাখতে চান না l এই দুর্লভ প্রাপ্তিকে, এই ভালবাসার বন্ধনকে চিরস্থায়ী করে রাখতে চান তিনি l তাঁদের মধ্যে যত রকমের বাধা, সঙ্কোচ, জড়তা রয়েছে, ভালবাসার শক্তিতে সে সব শৃঙ্খল তাঁরা ভেঙে ফেলবেন l সব বাধা জয় করবেন l হৃদয়ের বন্ধন আরো মজবুত, আরো দৃঢ় হবে l এই বন্ধনকে চিরদিন ধরে রাখতে চান তাঁরা l হাজার আঘাত, ঘাত প্রতিঘাতেও ভালবাসার এই বন্ধনকে অটুট রাখবেন - দৃঢ় সংকল্পবদ্ধ হন l রক্তের বিনিময়েও এই ভালবাসাকে রক্ষা করবেন l
প্রেমকে তার যথাযোগ্য মর্যাদা দিতে তাঁরা প্রতিশ্রতিবদ্ধ l অন্ধভাবে, যুক্তিতর্কের ঊর্ধ্বে থেকে তাঁরা পরস্পরকে ভালবেসে যাবেন l পার্থিব কোনো বিষয়ই তাঁদের হৃদয়মন্দির থেকে প্রেমকে টলাতে পারবে না l প্রেমের পতাকাকে চিরকাল তাঁরা উড্ডীয়ান রাখবেন l হৃদয়মন্দিরে প্রেমের ছবি এঁকে, প্রেমভক্তিতে অন্তর থেকে তার উপাসনা করবেন l
নিবেদিতপ্রাণ প্রেমিকযুগলের পবিত্র প্রেমের পরশ আছে কবিতাটিতে l সুন্দর কবিতাটির জন্য কবিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন l