শুভ জন্মদিন কবি !
যে একা, সে বোকা l বিধাতা প্রকৃতিতে কারুর জন্যই একার জীবন ধার্য করেন নি l জীবনের আলো, রঙ, মাধুর্য সব মেলে সঙ্গযাপনে l প্রকৃতির সমস্ত প্রজাতি সঙ্গলাভের জন্য লালায়িত l জীবন সার্থক এবং মধুময় হয়ে ওঠে বিশেষ প্রিয়জনকে সাথে পেলে l কবি ইশতিয়াক আহমেদ "স্মৃতিময়ী!!" রচনায় তাঁর এমনই এক সঙ্গীকে স্মরণ করেছেন যার সংস্পর্শ তাঁর ভালবাসার আনন্দ এবং বেঁচে থাকার সুখকে নিখুঁত করে তুলেছিল l
যখন কবি একা ছিলেন, তাঁর মনের মধ্যে এক শূন্যতা বিরাজ করত l চারদিক যেন মানবশূন্য l একাকীত্বের যন্ত্রণা বিদ্ধ করত তাঁকে l সঙ্গলাভের জন্য কাতর ছিলেন তিনি l ভেতর থেকে ভালবাসার তৃষ্ণার একটা বোধ অনুভব করতেন তিনি l তারপর তাঁর জীবনেও প্রেম এল l মনের মতো সঙ্গী পেলেন তিনি l এক লহমায় জীবন সব অর্থে পরিপূর্ণ হয়ে উঠল যেন l ভালবাসার আনন্দ এবং সুখ পেলেন তিনি l
প্রেম ভালবাসার আদানপ্রদান চলতে থাকলো l প্রেয়সীর কাছ থেকে কবি পেলেন ভালবাসার অনন্ত, অসীম উপহার l একজীবনে কবি সেই ভালবাসার সমস্তটা আত্মস্থ করতে পারেন নি l প্রেয়সী যেভাবে তাঁর প্রেমের ডালি উজাড় করে দিয়েছিলেন, কবি তাঁর পুরোটা গ্রহণ করতে অসমর্থ হয়েছেন l তার অনেকটাই যেন গভীর নীলিমায় হারিয়ে গেছে l আজ যখন প্রিয়তমা সাথে নেই, কবি সেই সুখমুহূর্তগুলিকে স্মরণ করছেন l যার কারণে কবির জীবনে সুখ ও আনন্দ এসেছিল সেই স্মৃতিময়ীকে স্মরণ করছেন l ভালোবাসার সম্পর্ক জন্ম জন্মান্তরের l এক জীবনেই তা শেষ হয়ে যায় না l যে ভালোবাসা এই জীবনে অপ্রাপ্ত থাকলো, পরবর্তী মিলনে তা ফিরে পাবার প্রত্যাশা জাগে কবির মনে l যে ভালোবাসার আস্বাদ তিনি পেয়েছেন, তিনি আশা রাখেন একটা কোনো উপায়ে সেই ভালবাসার না পাওয়া অংশটুকু তিনি পাবেন l এই ভালবাসা তাঁর প্রেমিকার থেকে উৎসারিত এবং তাঁর জন্য নিবেদিত l তাঁর প্রিয়তমার ভালবাসার পরশ যুগে যুগে তাঁকে আনন্দ দান করে যাবে এবং তাঁকে সুখী করে তুলবে l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!