ভূত ও ভূতনিদের নিয়ে গঠিত কবি অতনু দত্তের লিমেরিক - সুতরাং ভূতেরিক - বেশ বেশ ! সাথে তাদের পুত ও পুতনীদের টক খাবার বায়না l মজাদার পরিবেশন l
নববর্ষের প্রথমদিনে ছন্দ তাল ও চটুল শব্দসমৃদ্ধ  রসাত্মক কবিতাপাঠ ! বেশ উপভোগ করলাম l
চার ভূতনি ও তিন ভূতের নাকানিচোবানি অবস্থা ! পুত ও পুতনিদের টক খাবার বায়নাক্কা মেনে চার ভূতনি চালতার গাছ থেকে চারখানা চালতা পেড়ে ব্যাগে পোরে। লালবাগে ভূতেদের ডেরাতে ফিরে আসে l তারপর ফেসবুকে মুখ গুঁজে রেসিপির বই ঘেঁটে চালতার আচার বানাতে বসে যায় l রান্না তো শেষ হয় l কিন্তু সে এমন রান্না যে মুখে দেয়া যায় না l ফেসবুক থেকে মানুষ যে পদ্ধতিতে রান্না করে তার রেসিপি অনুসরণ করে যে আচার রান্না হলো, তা তো ভূতেদের ভালো লাগার কথা নয় l ফলে যা হবার তাই হয়েছে l ভূতনিদের শ্রম পণ্ড ! মন খারাপ দূর করতে ছাতে বেড়াতে যায় তারা l


ওদিকে কিম্ভূতাকার তিন ভূতের কোনো কাজ নেই l সবসময় শুধু খাইখাই করে l এটা খায়, সেটা খায় l তবু না পেট ভরে, না মন ভরে l শসা নুন পায় l তবু বলে ঝালমুড়ি চাই। জুলফি পাকিয়ে মটকার কুলফি চেটে খায় l সেটা খেয়ে বেশ তৃপ্তি মেলে তাদের l কুলফির স্বাদের তারিফ করে l কোন্ শশা, কোন্ নুন, কোন্ কুলফি, কোন্ পদ্ধতিতে কোথায় প্রস্তুত কে জানে l কারণ আগে ও পরে দেখছি মানুষের কোনো খাবার ভূতেদের, ভূতনিদের ও তাদের পুত ও পুতনিদের পছন্দ নয় এবং খেলে সহ্য হয় না l


চার ভূতনির চালতার আচার বানানোর প্রয়াস ব্যর্থ হয়েছে জেনে তিন ভূতের আনন্দের সীমা ধরে না l হেসে হেসে ক্লান্ত হয়ে পড়ে তারা l এই আনন্দ সেলিব্রেট করার জন্য হুইস্কির আব্দার হয় l হুইস্কি এসেও যায় l ঢক ঢক করে তিন পেগ হুইস্কি উদরস্থ করে তারা l তারপরেই টের পায় হুইস্কির বেগ l সেটা সামলিয়ে উঠতে পারে না তারা l কেঁদেকেটে একসার অবস্থা l দিব্যি কেটে বলে, এমনটা হবে আগে জানলে কক্ষনো তারা হুইস্কি সেবন করতো না l এখানেও মানুষের পছন্দের পানীয় ভূতেদের সহ্য হয় না l


ভূত, ভূতনি - তাদের পুত ও পুতনি, মানুষ নয় l মানুষ যা স্বাভাবিকভাবেই পারে, তারা তা পারে না l তাদের মানুষকে অনুকরণ করার প্রয়াস ব্যর্থ হয় l যারা মানুষ হয়েও অমানুষের জীবন যাপন করেন, মনুষ্যত্বের অবমাননা করেন, পরিবেশ জুড়ে সন্ত্রাস ও নীতিহীনতার জগত গড়ে তোলেন, কবি এই রচনায় রূপকের আড়ালে তাদেরকেই ভূত, ভূতনি এবং তাদের অনুগামীদের পুত ও পুতনি বলতে চেয়েছেন কি না, জানি না l যদি অনুমান সঠিক হয়, তাহলে আপাত মজাদার লিমেরিকটি গভীর অর্থবাহী হয়ে যায় l


নববর্ষের প্রথম দিনে সুন্দর, মজাদার লিমেরিক 'ভূতেরিক' উপহার দেবার জন্য কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!!