সঙ্গপ্রিয়তা মানবধর্ম l একাকীত্ব তার পছন্দ নয় l সৃষ্টির প্রথম মানব আদম স্বর্গের নন্দনকাননে সর্বসুখের মধ্যে থেকেও একাকীত্বের যন্ত্রনা সহ্য করতে পারেন নি l ঈশ্বরের কাছে সঙ্গী প্রার্থনা করেছিলেন l আদম নিজের পাঁজর দিয়ে নারীমূর্তির যে অবয়ব তৈরি করেছিলেন, তাঁর আবেদনে সাড়া দিয়ে ঈশ্বর তাতে প্রাণ সঞ্চার করেছিলেন l
সঙ্গপ্রিয়তা তাই মানুষের জন্মগত স্বভাব l প্রথম পিতা আদম থেকে প্রজন্ম প্রজন্ম প্রবাহিত আদিম অভ্যাস l
"বরফ ভেজা সুখ" কবিতায় কবি তারকনাথ মিত্তির মানুষের এই সঙ্গপ্রিয়তার বিষয়টিই তুলে ধরেছেন l জলের বুকে একটি বরফের টুকরো ভেসে থাকে l সঙ্গীহীন l নিজের ইচ্ছায় নয়, হাল্কা বাতাসেই স্থানান্তরিত হয় l ধীরে ধীরে গলে যেতে থাকে l একটি বড়ো বরফের সঙ্গে তার জুড়ে থাকাটা শুধু একটা স্মৃতিমাত্র হয়ে দাঁড়ায় l বরফজীবনের সব প্রাপ্তি ও অপ্রাপ্তির শেষে একেবারে গলে গিয়ে শূন্যাকার হয়ে মৃত্যুকে বরণ করে l


সঙ্গীহীন মানুষের অবস্থাও হয় এরকম l তাঁর মনে শুধু না পাওয়ার বেদনা l সে নিজে যেমন একা, প্রকৃতির একক অস্তিত্বগুলোই তার দৃষ্টি আকর্ষণ করে l একক গাছের সারি,  দূরের পাহাড় চুড়োর দৃশ্য তার একাকীত্বের বেদনাকে জাগিয়ে তোলে l দিনের বেলায় যে শহর থাকে ব্যস্ত, সহস্র মানুষের কর্মচঞ্চলতায় মুখর, আলো ঝলমলে, মাঝরাতে সেই শহর হয়ে যায় শুনশান, আঁধারে পূর্ণ l কালো অন্ধকার গোটা শহরকে গ্রাস করে l দরজা এঁটে যে যার ঘরে নিদ্রারত l শহর একা হয়ে যায় l একাকীত্বের বোধ ফুটে ওঠে l শহরের পথের ধারে এখানে ওখানে পড়ে থাকে ছোট ভ্যানগাড়িতে করে আইসক্রিম ইত্যদি যারা বিক্রি করেন, সমস্ত বিক্রির শেষে তাদের ফেলে যাওয়া কিছু বরফের গুঁড়ো, কিছু ছোট ছোট বরফের টুকরা l বাইরের তাপে সেগুলিও ধীরে ধীরে গলে গিয়ে যেন মৃত্যুমুখে পতিত হয় l রাতের অন্ধকারে শহরের রাস্তার ধারে, ফুটপাথে আর থাকেন ছিন্নমূল কিছু মানুষজন, মৃতপ্রায় পড়ে থাকেন, যেমন জলের ওপর ভাসমান ছোট ছোট বরফের টুকরো l বরফের টুকরো যেমন হাওয়ার তাড়া খেয়ে জলের ওপর এদিক ওদিক ভেসে বেড়ায়, এই নিঃসম্বল, নিঃসহায় মানুষগুলিও প্রশাসনের তাড়া খেয়ে কখনো এই রাস্তায়, কখনো অন্য কোথাও আশ্রয় নেন l সব হারিয়ে এখন তাদের শুধু মৃত্যুর জন্য অপেক্ষা l


একাকীত্বের বেদনা কান্নারূপে আকাশে বাতাসে ভেসে বেড়ায় l সঙ্গে থাকে শুধু অতীতের জোড়া জীবনের স্মৃতি l নতুন করে জোড় বাঁধার কামনা থাকে l প্রার্থনা থাকে l স্বপ্ন থাকে l থাকে প্রিয়ার প্রতি প্রেম আহ্বান l পুরনো প্রেমকে সঙ্গী করে নতুন করে জীবন শুরু করার পরিকল্পনা থাকে l কারণ একলা জীবন দুঃসহ l
সঙ্গ খুবই মূল্যবান l বিশেষ কারো সঙ্গ অমূল্য l তাই প্রিয়ার প্রতি আহ্বান থাকে পাশে দাঁড়ানোর l সঙ্গবিহীন জীবন জলে ভাসমান মৃতপ্রায় বরফের টুকরোর মতো, পথের পাশে পড়ে থাকা ছিন্নমূল উদ্বাস্তুর মতো l


সুন্দর কবিতাটির জন্য কবিকে জানাই হার্দিক শুভকামনা l