মনের গতি অবাধ l যার মন তার নিয়ন্ত্রণও মানে না l এক স্থানে বেঁধে থাকে না l সর্বদা ছুটে ছুটে বেড়ায় l মনের এই সদা ছুটে বেড়ানোর কারণ থাকে, যুক্তি থাকে, তার কিছুটা বোঝা যায়, আঁচ করা যায় কিছুটা, বাকিটা থাকে রহস্যঘেরা l যার জন্য মন ঘরছাড়া তার কাছে এবং মনের যিনি মালিক, তাঁর কাছেও l
একটা ধাঁধাঁ শুনেছিলাম l পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যানের নাম কি ? উত্তর জেনেছিলাম, সেই যানটি হলো মন l মনের থেকে দ্রুতগামী কিছু নয় l মন দ্রুতগামী এবং বহুগামী l নিয়ন্ত্রণহীন l
'দুর্নিবার' কবিতাটিতে কবি এ.কে.এম.শহীদুল ইসলাম মনের এই বিচিত্র চরিত্রের অন্বেষণ করেছেন l মন থাকে কোনো এক ব্যক্তির চিন্তার পরিসরে l কিন্তু তার শান্তি নেই l বিচিত্র সব ভাবনায় মন সদা ব্যস্ত থাকে l নিত্য চলে তার দহন l নিজের আবাসস্থল ছাড়িয়ে পরিচিত কোনো না কোনো ব্যক্তিকে জড়িয়ে মন সদা চিন্তামগ্ন থাকে l যাকে ঘিরে মনের মনন চলে সেই ব্যক্তিটিও বিষয়টি টের পান না l মনের এই অনধিকার বিচরণ চলতে থাকে চিরকাল l যার মন, মন তার শাসন মানে না l যাকে নিয়ে ভাবা, তার কাছে কোনো খবর থাকে না - পুরো রহস্যময় হয়ে যায় বিষয়টা l জীবনভর গোপন থেকে যায় l
প্রতিদিন প্রতিমুহূর্তে কতো বিভিন্ন ব্যক্তির সঙ্গে আমাদের যোগাযোগ হয় l আলাপ পরিচয় হয় l তাদের অনেকেই আমাদের মনকে আকর্ষন করে l ভালো লেগে যায় তাদের l কিন্তু সামাজিক অনুশাসন মেনে, শিষ্টাচার অনুসারে, সম্পর্কের বাধার কারণে এই  ভালোলাগাকে, এই ভালবাসাকে প্রকাশ করা যায় না অনেক ক্ষেত্রেই l সজ্ঞানে মনকে নিয়ন্ত্রিত করে চলতে হয় l কিন্তু মন এই অনুশাসন অস্বীকার করে l হয়তো কোথাও কোনো মুহূর্তে নির্জনে দুটি চোখ মিলেছিল l তার স্মৃতি মন কিছুতেই ঝেড়ে ফেলতে পারে না l কেবল তাকে নিয়ে ভাবতে থাকে l শুধু তার কাছে ছুটে ছুটে যায় l সে বেচারা হয়তো এর বিন্দুবিসর্গ টের পায় না l আর যার মন ছুটছে, সেই মালিকের অনুমতির তোয়াক্কাও করে না মন l যেন স্বাধীন এক সত্তা l যা খুশি করে বেড়ায় l যেখানে খুশি সেখানে পালায় l
স্বভাবতই প্রশ্ন জাগে, মন কার ? মনের যে মালিক, তারই বা কি পরিচয় ? মনের নিয়ন্ত্রণহীন মানুষ একলা রাতে বসে নিজের সম্পর্কে চিন্তায় মগ্ন হয় l সে কে ? তার মালিক কে ? এই প্রশ্নের উত্তর প্রাপ্তির মধ্যে দিয়ে বিশ্বচরাচরে সে নিজের মুক্তির পথ খোঁজে l সে পথ দুর্গম l উত্তর সহজপ্রাপ্য নয় l রহস্যে ঘেরা l বেদনাবিদ্ধ অস্তিত্বের অন্তরে অশ্রু ঝরে l
অসাধারণ সুন্দর কবিতার জন্য কবিকে জানাই অভিনন্দন !