সভ্যতা - তার নানা রূপ l একদিকে আলো ঝলমল l অন্যদিকে শুধুই অন্ধকার l
অন্ধকার নিয়ে চলে বাণিজ্য l রাত্রি নিয়ে চলে বিপণন l আলোর জগতের সভ্য মানুষেরাই এখানে ক্রেতা সাধারণ l
পণ্যের কতো রকমফের l মানুষের যত রকমের চাহিদা, যেমন তাদের সামর্থ্য, ঠিকাদার, বেনিয়া, মহাজনেরা সেই চাহিদা বুঝে, তাদের সামর্থ্য অনুযায়ী আয়োজন রাখেন l
কিছু মানুষ বড়ো অসহায় l জন্মগতভাবে l আবার বাণিজ্যের স্বার্থে অসৎ পথে কিছু মানুষকে অসহায় করে তোলা হয় l অর্থের বিনিময়ে মানুষ কেনাবেচা হয় l কিডন্যাপিং চলে l প্রশাসনের চোখে ধুলো দিয়ে হিউম্যান ট্রাফিকিং চলে l রাতের কারবারিরা এই সব অসহায় মানুষদের একত্রিত করেন l বিক্রীত, পরিবাহিত, সংগৃহীত এইসব অসহায় মানুষজনের নিজস্ব পছন্দ, চাহিদা, মর্যাদাকে পদদলিত করে তাদের সুসজ্জিত করে পণ্য করে তোলা হয় l দেশে দেশে, নগরে নগরে তাদের সামনে রেখে, তাদের ব্যবহার করে, ঠিকাদার, বেনিয়া, মহাজনেরা ফুলে ফেঁপে ওঠেন l জমকালো কস্টিউমে সাজানো এক একটি রাতের ফুলের এক একরকম দর থাকে l প্রতিরাতে নতুন করে মোহিনী বেশে সেজে উঠে তারা গ্রাহকদের মনোরঞ্জনের জন্য অপেক্ষা করে বসে থাকেন l এলাকা জ্বলজ্বল করে l বাজার বসে l


"এইসব বঞ্চিত রাতেরা" কবিতায় কবি আজগর আলী মানব সভ্যতার এই অন্ধকার দিকটিকে রূপকের আশ্রয়ে তুলে ধরেছেন l মানুষকে পণ্য করে মানুষের কাছে তা বিক্রি করা হচ্ছে l যারা এটা করছেন তারাও মানুষ l একটা নেটওয়ার্ক চলছে বিশ্বজুড়ে l কিছু মানুষের জীবনকে নরক করে দিয়ে বাণিজ্য করা হচ্ছে l আর সমাজের তথাকথিত সভ্য মানুষজন, যারা আলোর জগতের অধিবাসী, তারা রাতের অন্ধকারে, লোকচক্ষুর আড়ালে, পয়সার অহংকারে এই রাতের বাজারে ক্রেতা হয়ে আসছেন l মূল্য যতই হোক, সভ্যতার সুসভ্য নাগরিকেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী  রাতের মূল্য দিচ্ছেন। যার যেমন অর্থ, তার জন্য তেমন আয়োজন l বিশ্ব জুড়ে চলছে এই অমানবিক রাতের ব্যবসা l
সর্বস্ব লুট করে নেয়া হচ্ছে ঐ অসহায় বন্দী মানুষজনদের l পয়সা যাচ্ছে সেই ঠিকাদার, মহাজন, কারবারীদের কাছে l পুরোটাই তাদের মুনাফা l একবার বিনিয়োগ করেছেন l জীবনভর তা উসুল করে নিবেন l
আর যাদের দেহ বিনিময় হলো, তারা মনুষ্যেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন l শক্তি প্রয়োগের দ্বারা, কৌশল প্রয়োগ করে, প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এই কারবারিরা সেই অসহায় মানুষদের সমস্ত মানবধিকার হরণ করে তাদের পশুসম জীবনযাপনে বাধ্য করছেন l সমাজের, সভ্যতার এই নগ্ন রূপ রূপক আকারে ফুটে উঠেছে কবিতার প্রতিটি ছত্রে l


মানবতাবাদী কবিতাটির জন্য কবিকে জানাই আন্তরিক সম অনুভূতি l