শুভ জন্মদিন কবি !
জীবন মানে নিছক বেঁচে থাকা নয় l জীবনের গভীর ও মহান আদর্শের প্রতি অবিচল থেকে পদে পদে সেদিকে এগিয়ে যাওয়া l প্রতি মুহূর্তে রকমারি প্রলোভন তার ঔজ্জ্বল্য নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে চলেছে l জীবন মানে এই মায়ার ভ্রমে ভেসে যাওয়া নয় l তাকে অস্বীকার করে গভীর আদর্শকে অর্জন করার জন্য l জীবনের মহান লক্ষ্যের পথে অবিচলভাবে চলার জন্য l
"একদিন এমনই হবে" কবিতায় কবি খায়রুল আহসান কিভাবে মানুষ শত বিভ্রান্তি, শত প্রলোভন এড়িয়ে তার লক্ষ্যপথে অবিচল থেকে জীবনের আদর্শকে রূপদান করতে সমর্থ হন তার আভাস দিয়েছেন l
জীবন দীর্ঘ পথ l এই পথে চলতে চলতে মানুষ তার প্রকৃত প্রার্থিত লক্ষ্যের সন্ধান করে l তার জীবনের একটা আদর্শ থাকে l সেই আদর্শকে পূরণ করতে চায় l পরম কাঙ্খিত বিষয়টির রূপদান করতে চায় l এই চলার পথে মানুষ বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয় l তার চতুর্দিকে থাকে তথাকথিত বহু আকর্ষণীয় বিকল্প যা সময়ের পূর্বেই নানা লোভনীয় প্রাপ্তির ফাঁদে ফেলে তার প্রকৃত আদর্শের পথ থেকে তাকে বিচ্যুত করতে চায় l সন্ধ্যা নামার আগেই আকাশের মেঘ ফুঁড়ে ঝিলমিল তারারা বেরিয়ে আসে l শুক্লা তিথির চাঁদের সাথে ওরা প্রতিযোগিতায় নামে l আদর্শকে আড়াল করে বিচ্যুতির পথকে দৃশ্যমান করে রাখে l
কিন্তু একজন দৃঢ়চেতা মানুষকে প্রলোভন দিয়ে বিভ্রান্ত করা সহজ নয় l সে সর্বদা তার কর্তব্য, আদর্শের বিষয়ে স্থির থাকে l তার দৃষ্টি নিবদ্ধ থাকে দূর দূরান্তের ক্ষুদ্রতম নক্ষত্রটির উপর, তার প্রকৃত আদর্শের প্রতি l সেই আদর্শ অর্জনের প্রেরণা দূর থেকে বিচ্ছুরিত আলোর রশ্মি ছড়িয়ে  তাকে ডাকে l সত্যকে সে সর্বদা বুকে বেঁধে রাখে l এই সত্যের শক্তিতেই সমস্ত প্রলোভন, বিচ্যুতি এড়িয়ে, সব মায়া ভ্রম পেরিয়ে সে তার লক্ষ্যপথে গমন করে l কঠিনতম আদর্শের রূপদান সম্ভবপর করে তোলে l জগতসংসার শেষ পর্যন্ত এই স্থিরপ্রতিজ্ঞ মানুষের একাগ্রতা, সাধনাকে সম্মান জানিয়ে তাকে কুর্ণিশ করে পথ দেখায়। তাদের সম্মিলিত বিচ্ছুরিত আলোয় মিথ্যা পরাজিত হয় l মিথ্যাচারীরা গ্লানি অনুভব করে, লজ্জা পেয়ে মুখ লুকায়।
এভাবেই নিজ লক্ষ্য ও আদর্শের পথে অবিচল থেকে মানুষ একদিন তার সব হারিয়ে যাওয়া স্বপ্নকে সাকার করে l আকাশের তারা তার নাগালে আসে l সাফল্য তার চরণ স্পর্শ করে l যারা তাকে বিপথে চালিত করার প্রয়াস চালিয়েছিল এতদিন, তারা সব পরাজয় স্বীকার করে নেয়, অনুশোচনায় ক্ষমাপ্রার্থী হয় l আকাশের মতই উদার ও বিস্তৃত হয়ে ওঠা সফল মানুষের মন তাদের ক্ষমা করে দেয় l
নিজ আদর্শের পথে অবিচল থাকা ব্যক্তিদের জীবনে একদিন এমনই হয় l


কবিকে জানাই শুভকামনা !!