ভালোবাসা ভালো লাগা থেকে জন্ম নেয় l তার অন্যতম প্রথম পর্ব দর্শন l যেখানে ভালোবাসা জন্ম নেবার থাকে, প্রথম দর্শন থেকেই হৃদয়ে তার অনুরণন শুরু হয় l অন্য সব দেখার থেকে এ দেখা আলাদা হয়ে যায় l "একটু দেখা" শিরোনামে কবি ইমরান ইসলাম এমনই এক প্রেমপর্বের, প্রেমানুভূতির অভিজ্ঞতা ব্যক্ত করেছেন l যাকে প্রথম দর্শনেই ভালো লেগে যায়, হৃদয়ে বিশেষ ভালোবাসার ভাব জাগে, বিশ্বের শ্রেষ্ঠতম মিষ্ট সুখের অনুভব হয়, পুনরায় বারে বারে তার একটু দেখা পাবার জন্য মন সর্বদা উতলা হয়ে থাকে l জীবনভর অন্য সকল কিছু দেখার সঙ্গে এই দেখার কোনো তুলনা হয় না l অনেক অনেক নারীর সঙ্গে  ইতিপূর্বে সাক্ষাত হয়েছে, তাদের অনেকেই অসাধারণ রূপবতী, কিন্তু তাদের দেখে হৃদয় সেইভাবে দোলা দেয় নি, যেমনটা হয়েছে এই বিশেষ নারীটিকে প্রথমবার দর্শনের পর l তার মুখের হাসি অন্য সকলের থেকে ভিন্ন এবং প্রিয়তম l


সেই বিশেষ ভালো লাগা মানুষটির কাজল কালো চোখ, সলাজ অভিব্যক্তি, মনের মধ্যে এক আনন্দধারার সৃষ্টি করে l তার প্রতি প্রেমভাব ক্রমেই বেড়ে চলে l প্রেম, ভালোবাসার ধর্ম হলো প্রিয়জনের সম্বন্ধে ক্রমাগত ভেবে চলা l এই ভাবনার মধ্যে প্রিয়জনের অনিষ্ট আশঙ্কাও থাকে l তাই সেই ভালো লাগা মানুষটি যখন দিঘির জলে  নামে, এক ভয়ের অনুভূতি আসে মনে l তার অনিষ্ট আশঙ্কায় মনটা দুর্বল হয়ে যায় l


প্রেম যখন গভীর হয়, সততার ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে তখন প্রিয়ার চোখের ভাষা পড়তে প্রেমিকের অসুবিধা হয় না l তার মন সে ভাষা সহজেই পড়ে নেয় l এই সংযোগ শুধুই আনন্দদায়ী হয় l প্রকৃতিতে সৌন্দর্য্য, সৌরভের যতো উপমা আছে সব তার সঙ্গে তুলনীয় হয়ে যায় l ফুলের ধর্ম সৌরভ বিতরণ করা, চাঁদ তার মায়াবী আলোর চাদরে ভুবনকে ঢেকে দেয় l প্রিয়ার কাছ থেকে প্রেমিক এমনই সুখানুভূতি পেয়ে থাকে l


সুন্দর প্রেমের কবিতার জন্য কবিকে জানাই অভিনন্দন !!