মানব জীবন দায় দায়িত্বে পূর্ণ l প্রতি মুহূর্তে কিছু না কিছু করার চাপ l যুগযন্ত্রণা l হাঁপিয়ে ওঠে মন l এই কাজের জগত থেকে বেরিয়ে মনের পছন্দের জগতে হারিয়ে যেতে চায় l খেলার জগত মনের এই খোরাক যোগায় l খেলার জগতে মানুষের চিন্তাশীল মন শিশুর সরলতায় ভরে ওঠে l এ কোনো প্রতিযোগিতামূলক খেলা নয় l মনের আনন্দে প্রকৃতির জগতে নিজেকে মিশিয়ে নেবার খেলা l সৃজনশীল ভাবনার খেলা l এই পুতুলখেলায় মনের ভাবনাগুলো বাঁধনছাড়া হয় l হিসাবি মন বেহিসাবি হয়ে ওঠে l কল্পনার ডানায় ভর দিয়ে মন মেঘে মেঘে ভেসে বেড়ায় l জগত জুড়ে আনন্দের কতো আয়োজন l একবার যদি আমরা স্ব আরোপিত পরিচিতির বাঁধন ছিঁড়ে, নৈমিত্তিক কাজের জগতের বাইরে চোখটা মেলি তাহলে জগতের শত সহস্র আনন্দের ফুলকে আমরা কোঁচরবন্দী করতে পারি l
এই পুতুলখেলায় অনেক অধরা সাধ পূরণ হয় l নব নব সৃষ্টিতে জগত খেলে ওঠে, হেসে ওঠে l যা  ছিল এতকাল স্বপ্ন, তা ধরা দেয় l মনের মধ্যে সানাই-এর সুর বেজে ওঠে l সানাই বিচ্ছেদের সুর l কিন্তু মহামিলনের ক্ষেত্র প্রস্তুত করে l জাগতিক জগতের দৈনন্দিন বাঁধন থেকে বিচ্ছিন্ন হয়ে সানাই-এর সুরে মনটা সবুজ, সতেজ হয়ে ওঠে l কলাপাতায় ভর দিয়ে অর্থহীন পুতুলখেলায় অজানা এক খুশির দেশে পাড়ি দেয় মন l তেঁতুল ডালে দোল্ না বেঁধে দুলে l মন নেচে ওঠে খুশি আনন্দে l
প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়ে শিশুসুলভ সরলতায় ছোটোবেলার প্রিয় স্বাদের খাবার, কাঁচা আম, প্রিয় দৃশ্য, দীঘির ঘন কালো জল - পেট ভরে যায়, মন ভরে ওঠে - ছবির মতো মনের পর্দায় তার দৃশ্য ভেসে ওঠে l
মনের এই নির্ভার, নির্দায় অবস্থায় প্রেমভাব জেগে ওঠে l  প্রিয়জনের ভাবনায় মন ব্যাকুল, উদাস হয় l বকুল ফুল প্রেমের অনুসঙ্গ l সেই ফুলের মালা গেঁথে তার সুবাসে স্বপ্নে বিভোর হই l জগত জুড়ে প্রেমের পাখা মেলে দিই l
হিসাবের, দায়িত্বের, বন্ধনের, নিয়মের একঘেয়েমির জগত থেকে বেরিয়ে এসে মনের আনন্দে অনিয়মের খেলায় মেতে উঠি l যা কিছু অপাংক্তেয়, তার আয়োজনে, ধূলো মাটি দিয়ে অনন্য এক জীবন গড়ে তুলি l এই পুতুলখেলা জীবনের জ্বালা, যুগের যন্ত্রনা থেকে উপশম দেয় l
কবিতা জুড়ে রোমান্টিক এই সব ভাবনা রয়েছে l সুন্দর সুরেলা কবিতা l এক অন্য জগতে নিয়ে যায় l
ছন্দের প্রয়োজনে, আনন্দ পাঠের জন্য তৃতীয় স্তবকের তৃতীয়-চতুর্থ পঙক্তিতে শব্দের ব্যবহারে একটু পরিবর্তন suggest করলাম l


"ভরাপেটে খিদে চোখের খাদে
দিঘির জলে আঁকে ছবি মনের কোমল তুলি।।"


ভালো কবিতার জন্য কবিকে শুভেচ্ছা ও অভিনন্দন l