প্রকৃতির ঐকতান l বন, নদী, সমুদ্র, আকাশ নিজ নিজ রহস্যে কবিতার উত্স l রহস্যের গভীরতা সন্ধানে মগ্ন কবিমন এবং কবিতার সৃজন l মনের জানালা খুলে কবি ঢুকে পড়েন পৃথিবীময় গভীর অরণ্যে l গাছে গাছে সৌন্দর্যের উপচে পড়া ঢেউ, পাখপাখালির কলতান, নদীর বহমান জলধারার যুগলবন্দী, সমগ্র আকাশ, সমুদ্র জুড়ে তার উচ্ছ্বাস - কবির কবিতায় আছড়ে পড়ে তার নির্যাস l গাছের নদীস্বভাব বা নদীর গাছগতি মুগ্ধ করে কবিকে l রূপতোয়া নদীর ঢেউ কবির কবিতায় গতির ঝংকার তোলে l
"ঝরনাবনের গাছ" কবি রোমিও ঠাকুর - এর প্রকৃতিকে নিজের মতো করে কাছে পাবার, ভালো লাগার, উপলব্ধি করার এক প্রয়াস l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা l