শুভ জন্মদিন কবি !
কবিতা কি এবং কবিতা কি নয় তার অনুসন্ধান চলেছে যুগ যুগ ধরে l যুগভেদে, ব্যক্তিভেদে এর নানা ব্যখ্যা এসেছে l সহমত, ভিন্নমতে ভরে গেছে কবিতা শাস্ত্রের পাতা l এসেছেন কতো দল l কোনো দল চরমপন্থী l কঠোর কঠিন অনুশাসনের বাঁধনে বেঁধে ফেলতে চেয়েছেন কবিতার নিয়মকানুন l গগনচুম্বী ঐতিহ্যে রাজকীয় আয়োজনে গড়ে তুলেছেন কবিতার অবয়ব l যুগের পরিবর্তনে তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে l এসেছেন উদারবাদীর দল l ক্লাসিসিস্ম এর মিথ ভেঙে কবিতাকে নিয়ে এসেছেন মাটির কাছাকাছি l মানুষের কাছাকাছি l কখনো কল্পনার আতিশয্য, কোথাও বাস্তবের ছোঁয়া - উভয় রূপেই কবিতা কালোত্তীর্ণ হয়ে মানুষের মন জয় করে এসেছে যুগে যুগে l এসেছে ব্যক্তিগত স্বাতন্ত্র্য l একই কথা, একই ভাব, ভিন্ন ভাষায়, ভিন্ন আবহে কবিতার জগতকে করে তুলেছে বৈচিত্র্যময়, বর্ণময় l
একটা কথা পরিষ্কার হয়েছে, কবিতাকে যতো বাঁধনেই বাঁধার প্রয়াস হোক না কেন, শেষ পর্যন্ত কবিতা সব বাঁধন ছিঁড়ে মিশে গেছে মানুষের ভিড়ে l কবিতার এই বাঁধনহীন অস্তিত্বের পরিচয় ফুটে উঠেছে কবি মেহবুব মল্লিক রচিত "কবিতার আপাদমস্তক" রচনাটিতে l
কবিতা কোন ট্রাষ্টের সম্পদ নয় যাকে দান করে দেয়া যায় l কবিতা যতক্ষণ কবির মাথায়, ততক্ষণই কবির নিজের l যখনই কবি তা প্রকাশ করলেন, সেটা হয়ে গেল পাঠক সাধারণের l সেই কবিতার ওপর কবির নিরঙ্কুশ অধিকার আর রইল না l ফলে দান করে যাবার বিষয়টিই রইল না l
কবিতা কোন রাষ্ট্রের সংবিধান নয় l নিয়ম কানুনের ধারা উপধারায় তাকে রচনা করতে হবে এমন বাধ্যবাধকতা নেই সর্বক্ষেত্রে l অনিয়মের জন্য শাস্তিবিধান করা যায় না l কবিতা স্বতস্ফুর্ত ভাবের প্রকাশ l নিয়মহীন l নিয়ম ভেঙে সৃজনশীল নতুন রচনা এখানে স্বাগত l কবিতা রচনার ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন এর মতো কিছু নির্দেশাবলী দেয়া যায় না, যার পালনে কবিতা সৃজন হয়ে যাবে l কবিতার কোনো পক্ষ প্রতিপক্ষ নেই l ভিন্ন ভিন্ন রকমের কবিতার মধ্যে আদালতের রায়ের মতো একটিকে জয়ী, আর অন্যটিকে পরাজিত ঘোষণা করা যায় না l "যত মত তত পথ" এর মতো সব রূপেই কবিতার সত্ত্বা বজায় থাকতে পারে l কবিতা কোনো সামাজিক চুক্তিও নয় l স্বাধীন, স্বতন্ত্র একটি সত্ত্বা l আপন খেয়ালে পাল মেলে দেয় ভাবের জগতে l বিচিত্র তার প্রকাশ l বাঁধনহীন, লাগামছাড়া সুস্থ রুচিশীল সাংস্কৃতিক চর্চার ফসল l কবিতা মানবসৃষ্ট l কোনো ঈশ্বরের বাণী নয় l কবিতা কোনো ধর্ম প্রচার করে না l শুধু মানুষের কথা বলে l মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, মনের যত বিচিত্র ভাব কবিতার কথায় মূর্ত হয়ে ওঠে l কবিতা এক অমূল্য সৃজন l বাজারে বিক্রয়যোগ্য অন্য ভোগ্যসামগ্রীর সঙ্গে তুলনীয় নয় l কবিতার আছে এক অসাধারণ জীবনীশক্তি l শত বাধা বিপত্তি, বিরোধ, অবহেলা, তিরস্কার, বহিষ্কার অতিক্রম করেও কবিতা বেঁচে থাকে l কোনো কারবালার যুদ্ধপ্রান্তরে ক্ষুধা পিপাসায় তাকে মেরে ফেলা যায় না l একটা সময়ে কবিতা প্রশস্তিকাব্য ছিল l রাজা মহারাজাদের ইচ্ছা অনুসারে তাদের খুশি করতে তাদের প্রশস্তি করে কবিতা কাব্য রচনা করতে হতো l হয়তো এখনো হয় l কিন্তু শুধু এই পরিসীমার মধ্যে কবিতাকে বেঁধে রাখা যায় নি l কবিতা তার নিজের মতো করে স্বতস্ফুর্ত ভাবে গড়ে ওঠে l কোনো সরকারী আনুকূল্য নয়, পৃষ্ঠপোষকতা ছাড়াই শুধু নিজের জীবনীশক্তির জোরে কবিতা বেঁচে আছে এবং বেঁচে থাকবে l কোনো রাষ্ট্রশক্তি কবিতার জীবনসীমা বেঁধে দিতে পারে না l
কবিকে জানাই জন্মদিনের শুভকামনা !!