কবি অনুপ মজুমদার "কোন কি উপায় নাই" কবিতাটিতে যুগযন্ত্রণার ছবি এঁকেছেন l আদিম বন্য, বর্বর জীবনযাপন থেকে মানবজাতি সভ্যতার পথে অনেক পথ পেরিয়েছে l শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য, শাসনব্যবস্থা নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে l কিন্তু এখনো পৃথিবীর বুক থেকে শোষণ, অত্যাচার দূর হয় নি l কবির লেখনীতে সেই ব্যথার যন্ত্রণা ধ্বনিত l বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে পৃথিবী যতই উন্নত হয়ে থাকুক, শিক্ষার বিস্তার মানবমনকে যতই আলোকিত করে থাকুক, এখনো পৃথিবী হতাশা, বঞ্চনার ঘন অন্ধকারে নিমজ্জিত l সভ্যতার এই অগ্রগতি এখনো মানুষের চেতনাবোধকে জাগ্রত করতে পারে নি l তাই এখনো এই একবিংশ শতাব্দীতেও দিকে দিকে ক্ষমতালোভী উদ্ধত শক্তির পদচারণা শুনতে পাওয়া যায় l এখনো বহু মানুষ ক্ষুধার শিকার l মানব আত্মার কান্না এখনো বন্ধ হয় নি l জীবনের চেতন-সত্ত্বা এখনো নিপীড়িত l


রাজতন্ত্রের অবসানে প্রায় প্রতিটি দেশে এখন গণতান্ত্রিক শাসনব্যবস্থা চলে l মানুষের কাছে সুযোগ থাকে নিজের পছন্দমতো যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করে জনকল্যাণকামী সরকার গড়ে তোলার l কিন্তু তা আর হয়ে ওঠে না l প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা এক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে l নির্বাচনে যাঁরা প্রার্থী হন, তাঁরা প্রতিশ্রুতি দেন, সরকারে এলে তাঁরা মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন l কিন্তু তা হয় না l ক্ষমতায় এসেই তাঁরা সাধারণ মানুষের কথা ভুলে যান l নিজেদের স্বার্থ পূরণে ব্যস্ত থাকেন l বছরের পর বছর, এক নির্বাচন থেকে আরেক নির্বাচন, একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলে l বারে বারে জনগণ বোকা প্রমাণ হন, প্রতারিত হন l
মানুষ দেখে যান l সব বুঝতে পারেন l কিন্তু  অসহায় l তাঁর কিছু করার থাকে না l পুরো ব্যবস্থাটা যেন এই প্রতিশ্রুতি ভঙ্গকারী শঠ রাজনীতিবিদদের পক্ষে কাজ করে যায় l


কবিতাটি বর্তমান সময়ের মানুষের অসহায়তা, তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থায় শোষিত, নিপীড়িত জনগণের চিত্র তুলে ধরেছে l তুলে ধরেছে প্রতিশ্রুতিভঙ্গ ও বিশ্বাসহীনতার নগ্ন রূপ l


সত্যনিষ্ঠ বলিষ্ঠ লেখনীর জন্য কবিকে জানাই অভিনন্দন l