কবি ছদ্মনামে তো পাখিরূপ নিয়েই আছেন l কিন্তু ডানা জোটে নি l তাই পরজন্মে একেবারে পাখির জন্ম চাইছেন l মনের খুশিতে উড়ে বেড়াবেন l কখনো হিমালয়ের ওপর গিয়ে বসবেন, সেখান থেকে চাঁদের দেশ l আবার ইচ্ছা হলে মহাসমুদ্রে চলমান একটি জাহাজ থেকে উড়ে অন্য একটি জাহাজে গিয়ে বসবেন l আবার কখনো উঁচু একটি গাছের মাথায় গিয়ে বসবেন এবং মনের সুখে গান ধরবেন l অর্থাৎ গায়ক পাখি হবেন l সব পাখি তো আর গান করতে পারে না l সেক্ষেত্রে এই জন্মের সাধের ঐ 'কাক' নামটির মায়া ত্যাগ করতে হবে l কারণ কাক, সে তীর্থস্থানেরই হোক বা লোকালয়ের, যত উপকারী পাখিই হোক, অন্তত গাইয়ে পাখি হিসাবে তার সুনাম নাই l কর্কশ গলা l গান শুরু হলেই শ্রোতা পালাবে l লোকগল্পে শিয়াল কাকের গানের গলার যতই প্রশংসা করুক, সেটা যে ছিল ঐ মাংসের টুকরোর জন্য, সেটা ছোট বাচ্চারাও বেশ বুঝতে পারে l ফলে কোকিল, ময়না, নাইটিঙ্গেল চলতে পারে l
কিন্তু পাখি হয়ে কবি যে পরের জন্মে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে বেড়াবেন, তার জন্য আবার শর্ত আরোপ করেছেন l শর্ত হল, মনে সেইরকম খুশির আবেশ আসতে হবে l মনুষ্য জন্মে যেমন চরম খুশি হয়েছেন যখন এইচ এস সি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড পেয়ে পাস করেছেন l কিন্তু পাখিজন্মে তো এইচ এস সি পরীক্ষা নেই ! তাহলে জানতে হবে পাখিরা কখন খুব খুশি হয় l কখন হয় ? এক তো জানি, পাখিদের জীবনে প্রথম খুশির মুহূর্ত হল যেদিন সে উড়তে শেখে l অনেকটা ভয়, সংশয় জয় করে একদিন পাখি উড়তে শেখে l বিখ্যাত আইরিশ লেখক Liam O'Flaherty - এর লেখা "His First Flight" ছোটগল্পটিতে একটি seagull পাখির প্রথম উড়তে শেখার অভিজ্ঞতার সুন্দর বর্ণনা আছে l  
আর যেদিন পাখি উড়তে শিখল, পাখিদের সমাজে সেদিন থেকেই সে সাবালক বলে বিবেচিত হল l সেদিন থেকে তার মা, বাবা তাকে খাওয়ানো, পড়ানোর দায়িত্ব থেকে মুক্ত l না, পড়ানো নয় l পাখিদের আবার পড়া কি? দিগম্বর তো ! শুধু খাওয়ানো l


কল্পনার ডানায় ভর করে কবি তীর্থের কাক কবিতাটিতে তার মনোবাসনার কথা বলেছেন l বলেছেন বড় সুন্দর করে l কবিদের বৈশিষ্ট্যই হলো কবিতার মধ্যে দিয়ে অসীমকে ধরার প্রয়াস করা l যা আপাতদৃষ্টিতে মানুষের সাধ্যাতীত, তার সাধনা করা l অবাস্তব চাওয়াটাকেও কবিকল্পনায় বিশ্বাস উপযোগী করে উপস্থাপন করা যাতে করে পাঠকের মধ্যে "willing suspension of disbilief" আসে l আমরা যেন অবিশ্বাসকে দূরে সরিয়ে কবির কল্পনার সহযাত্রী হয়ে সত্যি সত্যি দেখতে পাচ্ছি, কবি পরজন্মে পাখির রূপ পেয়েছেন l মনের সুখে উড়ে বেড়াচ্ছেন l পাহাড়চূড়ায়, চাঁদের দেশে, সমুদ্রবক্ষে এক জাহাজ থেকে আর এক জাহাজে, উঁচু গাছের মগডালে l


সুন্দর কবিকল্পনাভিত্তিক মনোরম একটি কবিতা উপহার দেবার জন্য কবিকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা l