জীবনের পথ বিচিত্র l কখনো সুগম l কখনো বা বন্ধুর l জীবনের লক্ষ্য কখনো মনে হয় যেন হাতে এসে গেছে l সফলতার আস্বাদ অনুভবে l অথচ পথের শেষে দেখা যায় হাতে কিছুই আসে নি l তখন চলো পিছনপানে l মনের মধ্যে ব্যর্থতার হাহুতাশ নিয়ে ফিরে চলা l কবি দীপঙ্কর "পথ, প্রেম ও রাস্তার কবিতা" রচনাটিতে একটি পথের যাত্রায় প্রেম সম্পর্কের এরকম গড়ে ওঠার মুখে ব্যর্থতায় পর্যবসিত হবার রূপকের মধ্যে দিয়ে বৃহত্তর জীবনপথের গল্প শুনিয়েছেন l
পথের দেখা l সহযাত্রী l বাসের পাঁচ নম্বর জানালায়  চিরকাল l অথবা সেই বিশেষ দিনে l একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকা l দৃষ্টি বিনিময় l মনের মধ্যে উথালপাথাল l ভালো লাগার অনুভব শুরু l প্রেমের পথে যাত্রা l বাস চলতে থাকে l ক্রমে ক্রমে গন্তব্য থেকে দূরত্ব কমতে থাকে l প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ l একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পথে l হৃদয়ে তার অনুরণন l লক্ষ্য করা হয় কিভাবে কোল পেতে সে বসে আছে, কি ভাবছে ? অতীতের কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল বুঝি ! তার জন্য সে কি এখনও অভিমান করে আছে ? দূর থেকে তো তাই মনে হচ্ছে l কেমন যেন হৃদয়ে এক তোলপাড় অবস্থা l বাসে তার নির্দিষ্ট স্থানে বসে অভিমানী দৃষ্টি l
এদিকে ঘড়িতে তো বিকেল তিনটে পাঁচ বেজেই গেল l গন্তব্যে পৌঁছনোর সময় হলো l কিন্তু প্রেম তো এখনও সেভাবে জমে ওঠে নি l পরিণতি পায় নি l এদিকে বিদায়বেলা আসন্ন l
ভাবনাগুলো মনে দানা বাঁধছে l আবার ভাবনা কখনো বাধাপ্রাপ্তও হচ্ছে l মনের মধ্যে জেগে উঠছে নানা সন্দেহ l চোখের দেখা সন্দেহ বাড়িয়ে তুলছে l চিন্তায় চিন্তায় উত্তেজনা l পকেট থেকে ছোপ ছোপ দাগযুক্ত রুমাল বের করে ঘাম মোছা l এবং সর্বদা দৃষ্টি এই ঘাম ও জ্বরের কারণ পাঁচ নম্বর জানালার ধারে বসা সেই বিশেষজনের দিকে l
গাড়ি বিকেলবেলা এক্সপ্রেসওয়ে হয়ে ঘোড়দৌড়ের মাঠ ছাড়িয়ে গন্তব্যে পৌঁছয় l যেন মনে হয় সে চলে গেল নাগালের বাইরে l তার জন্য প্রলোভনসামগ্রী নিয়ে কেউ যেন ওত পেতে বসে আছে l তার কাছেই সে যেন সমর্পণ করল l
পথ একজনকে গন্তব্যে পৌঁছে দিয়ে আরেকজনের যাত্রাকে অর্থহীন করেছে l সুতরাং তাকে এবার ফিরতে হয় l ফিরতে হয় তার নিজের কাছে l অতএব বিদায় নিয়ে পথের ক্লান্তি, আবর্জনা, ধূলোবালি স্বীকার করে তাকে ফিরতে হয় l মনের বাসনা পূর্ণ হয় নি l একরাশ শুন্যতা হু হু করে মনের ভিতর l পেছনপথে ফিরে যাওয়া যেন চলতে গিয়ে পিছলে পড়ার মতো l মনের মধ্যে হতাশার হাহুতাশ l পরিজনের ব্যঙ্গাত্মক ফিসফাস গুঞ্জন l তার মধ্যে নিজের যা কিছু সম্বল পুঁজি, সেটাকেই সম্বল করে, জীবনের যা কিছু সঞ্চয় তাকে ভাঙ্গিয়ে নিজের অস্তিত্বকে কোনোভাবে টিকিয়ে রাখা l যাত্রাপথে যার এতকাছে আসা সম্ভব হয়েছিল, যার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর হবার স্বপ্ন ছিল, প্রেমের জোয়ারে ভেসে যাবার উপক্রম, সব সম্ভাবনার বিনাশে সেখান থেকে এখন পিছে ফেরার পালা l  
কবিতাটিতে পাই এমন এক প্রেমসম্পর্কের পরিচয় যা গড়ে ওঠার পথেই বিনাশপ্রাপ্ত হয় l তারপরেও থাকে পথচলা l পথ চলতে চলতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে l কখনো তা সফল হয় l কখনো বা হয় না l কিন্তু সব অবস্থাতেই জীবনের চাকা চলতে থাকে, আনন্দে বা বিষাদে, সম্মুখপানে, কিংবা পেছনপানে l
গঠনে, বিন্যাসে, শব্দচয়নে, প্রকাশভঙ্গিতে আসরে
একটা অন্য ধারার কবিতা পড়ে সমৃদ্ধ হলাম l
কবিকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা l