মননশীল প্রাণী হবার কারণে মানুষ জন্মগতভাবেই কিছু বিশেষ ধরনের বোধ অনুভব করার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে l ভালো লাগার অনুভব, প্রেমের অনুভব তার অন্যতম l প্রকৃতি জুড়ে আছে কতো সব সুন্দরতম সৃষ্টি l আর মানুষের মধ্যে আছে সুন্দরকে অনুভব করার, তাকে ভালো লাগার, তার প্রতি প্রেম অনুভব করার জন্মগত ক্ষমতা l তাই কোনো সুন্দর সৃষ্টির প্রতি আকৃষ্ট হওয়াটা যে কারো পক্ষে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এবং এই প্রতিক্রিয়া ব্যক্ত করাটাও আপাতদৃষ্টিতে অপরাধ নয় l কিন্তু মানুষ সামাজিক জীব l বৃহত্তর সামাজিক স্বার্থে সামাজিক নানা অনুশাসন তাকে মেনে চলতে হয় l ফলে সুন্দর নানা সৃষ্টির প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করার ক্ষেত্রে সে সাবধানী হয় l সে জানে এই আকর্ষণ সর্বদা  খোলাখুলিভাবে প্রকাশ করা যায় না, কিছু বিপদ বা ক্ষতির আশঙ্কা থেকে যায় l একজন বুদ্ধিমান প্রেমিকের মতো তাকে উপযুক্ত সময়, উপযুক্ত পরিসরের অপেক্ষায় থাকতে হয় l প্রকৃতিদত্ত চাহিদার ওপরেও তাই তাকে অনুশাসন আরোপ করতে হয় l সেই অনুশাসনের পথে চলেই তার প্রেমকে পাবার জন্য সে সক্রিয় থাকে এবং শেষে  পছন্দের মানুষটিকে পেলে তার জীবন খুশির আলোকচ্ছটায় ভরে ওঠে l
কবি মো: মোজাম্মেল হোসেন 'প্রেমানুভূতি' রচনায় কিছুটা যেন এমনই এক প্রেমিকের প্রেম অভিজ্ঞতার কথা মেলে ধরেছেন l বাগানে ফোটা সুন্দর ফুলের প্রতি, তার সুবাসের প্রতি তিনি আকৃষ্ট হন, কিন্তু সতর্ক থাকেন যাতে উত্তেজনার বশে তাঁর দ্বারা কোনো ভুল না হয়ে যায়, নিজের আচরণীয় পথ থেকে যাতে তিনি বিচ্যুত না হন l জীবন একটা সংগ্রাম, সেই সংগ্রামের পথ থেকে তিনি সরে যেতে চান না l সব ভুল ভ্রান্তি অতিক্রম করে নিজ জীবনসংগ্রামের পথে অবিচল থেকে মর্যাদার পথে তিনি তাঁর প্রেমকে পেতে চান l


গোলাপ ফুল প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অন্যতম নিদর্শন l সদ্য প্রেমের অনুভব উপলব্ধি করা প্রেমিক বাগানে ফোটা সুন্দর গোলাপের দিকে চেয়ে থাকে, গোলাপের রূপ, সৌন্দর্য প্রতিনিয়ত তাঁকে মুগ্ধ করে l কিন্তু সঙ্গে তিনি এটাও জানেন যে অসাবধানে গোলাপ ফুল তুলতে গেলে হাতে কাঁটা ফোটার ভয় থাকে l


আকাশের জ্যোৎস্না পরিবেশকে অসাধারণ মায়াবী সুন্দর করে তোলে l তার সঙ্গে বয়ে যায় শীতল মৃদু বাতাস l গায়ে ভালো লাগার শিহরণ জাগে l সেই ভালোবাসার বোধ নিয়ে খুশিমনে, আনমনা হয়ে  রাত জাগে প্রেমিক l
এমনই নানা সুন্দর বিষয়ের অনুভব পেতে পেতে প্রেমিক মানুষটি আকৃষ্ট হন তাঁর মনের মানুষটির প্রতি l সঠিক প্রেমের বাঁধনে তাকে পেয়ে প্রেমিক মানুষটির মনে এক বিশেষ ভালো লাগার আবেশ তৈরি হয় l তার কোমল পরশে হৃদয়াকাশে আলোর বৃত্ত রচিত হয় l খুশিতে জীবন ভরে ওঠে l


সুন্দর প্রেমের কবিতার জন্য কবিকে জানাই অভিনন্দন !!