শুভ জন্মদিন কবি !
সকল কবির ক্ষেত্রেই কবিতা রচনার পেছনে একটা প্রেরণা কাজ করে l সেই প্রেরণা নানা সূত্র থেকে আসে l প্রেমিক কবিদের কাছে প্রেম, অতি প্রিয়জন, সেই প্রিয়জনকে ঘিরে নানা বিষয় কবিকে উদ্বুদ্ধ করে, তাঁকে কবিতা রচনায় প্রাণিত করে l
"প্রিয়ার আঁচল" কবিতায় কবি শিমুল শুভ্র (উদ্যমী কবি) তাঁর প্রিয়ার প্রেমে মুগ্ধ l প্রিয়ার জীবনের সবকিছুই তাঁকে আকৃষ্ট করে, মোহিত করে, তাঁর কল্পনাশক্তি জাগ্রত করে তাঁকে কবিতা রচনার উপাদান যোগায় l তাঁর প্রিয়া এই মুহুর্তে লাল পাড়ের শাড়ি পড়েছেন l তাতে রয়েছে হলদে রঙের জমিন, নীল আঁচল l সব মিলে রীতিমত এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি হয়েছে । হালকা বাতাসে যখন প্রিয়ার শাড়ির আঁচলখানা উড়ছে, কবির মনে হচ্ছে যেন আকাশের বুকে নীল মেঘ ভেসে যাচ্ছে l কবির প্রিয়ার মাথায় রয়েছে ঘন কালো চুলের রাশি l সেই চুলের রয়েছে বিশেষ একটি ঘ্রাণ যা কবির খুব পরিচিত l শাড়ির আঁচল, চুলের সুবাস সব এক টুকরো মেঘ হয়ে যেন কবিকে প্রেমে আহ্বান করছে l কবি সেই আহ্বান উপলব্ধি করছেন l প্রিয়ার রূপের আবেশে মুগ্ধ কবি l সেই মুগ্ধতা কবিতার মাধ্যমে মেলে ধরছেন l বিস্মিত কবি অপলক চেয়ে আছেন তাঁর রূপসী প্রিয়ার দিকে l যেন তাঁর ফুলের বাগানে একটি রক্তজবা প্রস্ফুটিত হয়েছে l সেই ফুলের সৌন্দর্য কবিকে মাতাল করে তুলেছে।
কবি কল্পনায় ভর করে তাঁর প্রিয়ারুপী মেঘের বুকে হাসির চিত্র দেখতে পান l যেন কোনো শিল্পীর আঁকা রংতুলির আঁচড় পড়েছে তাঁর প্রিয়ার লাল ঠোঁটে ।  
কবি তাঁর প্রিয়ার সৌন্দর্যসুধায় বিস্ময়ে বিভোর হয়ে যান l তাঁর প্রিয়া যেন স্বয়ং একটি কাব্য l সেই কাব্যের ভিড়ে রয়েছে শব্দের আলপনা l সেই আলপনায় কবি কবিতা রচনার জন্য বহু শব্দ, শব্দের উপমার সন্ধান পান l তাঁর কবিতায় ছন্দের  ঝংকার গড়ে তোলেন l ছন্দ যেমন কবিতার  অলংকার, কবিতার অহংকার, তেমনই কবির প্রিয়ার সুন্দর মুখের হাসি তাঁর রূপের অহংকার l কবির অহংকার l কবির কাছে তাঁর প্রিয়া যেন হঠাৎ দেখা এক পরীর মতো l সেই অপরূপ সৌন্দর্যে কবি বিভোর হয়ে আছেন l প্রেমের সেই আগুন যেন নিত্য তাঁকে দগ্ধ করছে l এই দহনে কবি এক স্বর্গসুখ উপভোগ করছেন l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!