রূপের কদর চিরকাল l শহরবাসিনী রূপবতী নামের এক বধূর রূপের গুণে মুগ্ধ কবি l কবির মানসপটে সেই রূপসীর অপরূপ ছবি আঁকা হয়ে আছে l অহোরাত্র সেই রূপের মোহে আচ্ছন্ন হয়ে আছেন কবি l নিদ্রায়, জাগরণে একই আচ্ছন্ন ভাব তাঁর l
আকুল হৃদয়ে কবি সর্বদা সেই রূপবতীকে কামনা করেন l তাঁর স্পর্শ পাবার আকাঙ্খা নিবিড় হয় মনের ভিতর l একাকীনি সেই বধূর প্রিয় মুখ মনকে উদ্বেল করে তোলে l
চারপাশে কতো সুন্দর মুখের মধ্যে কবি কেবল সেই একটি মুখই খুঁজে বেড়ান l হয়তো তাঁর মতো অনেক প্রেমিকই সেই সুন্দর মুখের প্রতি দুর্বল l তাঁরাও হয়তো একই সন্ধানে রত l সেই কারণেই বুঝি কবি তাঁর প্রার্থিতার সন্ধান পান না l হয়তো অন্য কোনো প্রেমিকের কাছে তিনি পরাস্ত হন l
নিজের প্রিয় মুখটিকে আপন করে উঠতে না পারার দুঃখ কবিকে ব্যথিত করে l এক উদাসী ভাবনা পেয়ে বসে তাঁকে l মন থেকে তিনি যা চেয়েছিলেন, সেই রূপবতীকে হারিয়ে ফেলে মানসিকভাবে বিষন্ন হয়ে পড়েন কবি l কিন্তু তাঁর প্রতি প্রেমভাবের কোনো ঘাটতি হয় না কবির মনে l এখনো তাঁর সন্ধান জারি থাকে l তিনি আশা রাখেন, একদিন নিশ্চয় তাঁর সেই সুন্দরের সঙ্গে সাক্ষাত হবে l  সুখের সময় না হোক, তাঁর দুঃখের দিনে, তাঁর একাকীত্বের বিজন মুহূর্তে কবি তাঁর সঙ্গে মিলিত হতে আগ্রহী l
"রূপবতী বধূ" কবিতায় কবি মোঃ জাহিদ হাসান এক প্রেমীর মনের ভাব এভাবেই ফুটিয়ে তুলেছেন l


কবিকে জানাই শুভকামনা !