শুভ জন্মদিন কবি !
মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন বিধির বিধান l যতই না কেন একসঙ্গে চলা হোক, সম্পর্ক যতই ঘনিষ্ঠ বলে মনে হোক, মন খুলে যতই প্রাণের কথা বলা হোক উভয়পক্ষে, ভাগ্যের সহায়তা এবং বিধাতার অনুমোদন ছাড়া কোনো সম্পর্ক স্থায়ী হয় না l সময়ের অগ্রগতি, ব্যক্তির বয়স বৃদ্ধি, পারিপার্শ্বিক নানা পরিবর্তন - ইত্যাদির সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় l নিজের চাওয়া পাওয়ার পরিবর্তন হয় l পছন্দ পাল্টে যায় l তখন অতি পরিচিত, খুব কাছের মানুষও যেন অচেনা বলে মনে হয় l দিনে দিনে এই দূরত্ব আরো বেড়ে যায় l বেড়ে যেতেই থাকে l অতি পরিচিত জন, যাঁকে খুব ঘনিষ্ঠ বলে ভাবা হতো, তিনিও এতটাই দূরে চলে যান যেন সম্পর্কটা গভীর অপরিচিতির অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় l
"সব শেষে" কবিতায় কবি রাজিবুল হক (রাজ) বলতে চেয়েছেন দুজন মানুষের সঙ্গে গড়ে ওঠা সব সম্পর্কই পরিণতি পায় না, কাম্য অভিমুখে চলে না l অনেক দিন ধরে চলা সম্পর্কও হঠাৎ একদিন ফিকে হতে শুরু করে এবং পরিচয়ের বাঁধন ভেঙে চেনা মানুষটিও অচেনা হতে শুরু করেন l দুজনকে ঘিরে যে স্বপ্ন দেখা শুরু হয়েছিল, সেই স্বপ্নপ্রদীপটা নিভে যেতে শুরু করে l যার সঙ্গে এতকাল কত কথা হয়েছে, সব কথা যেন হটাৎ হারিয়ে যায় l অপরিচিতের এক দেয়াল গড়ে উঠে দুজনের মধ্যে l পরস্পরনির্ভরতা কমে গিয়ে দুজনই স্বাধীনচেতা হয়ে ওঠেন l অদ্ভুত এক পরিবর্তন গ্রাস করে দুজনকেই l চিরচেনা আচরণগুলি আর হয় না l জীবনযাপনের ধরনধারণ যেন অনেকটাই পাল্টে যায় l যুগধর্মে এবং জীবনের গতিধর্মে চলতে চলতে দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায় l অপরিচিতি গাঢ় হতে শুরু করে l দুজন নিজ নিজ পথে চলতে শুরু করেন l পরস্পরের কাছ থেকে হারিয়ে যান l যে সম্পর্ক স্থাপিত হবার নয়, সেই সম্পর্ক ভেঙে গিয়ে পরস্পর থেকে অনেকটা দূরে সরে গিয়ে যেন দুজনই জয়ী হন l অপরিচিতির অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হয় l সবশেষে অচেনা জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠেন দুজনই l
আসলে যে দুটি মানুষ পাশাপাশি একসঙ্গে থাকেন, তারাও প্রকৃত অর্থে পরস্পরের কাছে কতটা পরিচিত থাকেন এটাও একটি প্রশ্ন l নিজেকে ভালো করে চিনে ওঠা বিষয়টিও সহজ নয় l যাকে বলি আত্মজ্ঞান, আত্মচেতনা l খুব কম মানুষ আছেন যাঁরা নিজেকে সম্পূর্ণরূপে চিনে উঠতে পেরেছেন l সেখানে অপর একটি সত্তাকে চিনে ওঠা বিষয়টি সহজ নয় l আসলে আমরা সকলেই একটি তথাকথিত পরিচিতির বলয়ে অপরিচিত মানুষদের সঙ্গেই বসবাস করি l সব সম্পর্ক শেষ পর্যন্ত অপরিচিতির অন্ধকারে নিমজ্জিত হয় l
কবিকে জানাই শুভকামনা !!