শুভ জন্মদিন কবি !
জগতে সকলেই নিজ নিজ কাজ করে যান l আপন কাজের মধ্যে দিয়ে নিজের স্বার্থ যেমন সিদ্ধ হয়, তেমনই সমাজেরও কিছু না কিছু উপকার হয় l এক ধরনের মানুষ থাকেন যাঁরা নিজের কথা ভেবে নয়, সমাজের কথা ভেবেই কাজ করে যান l দেশের, দশের বৃহত্তর স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করেন l ভাবনায়, কাজে মানুষের মঙ্গলচিন্তা তাঁদের আবিষ্ট করে রাখে l
মানুষ যেমন কাজ করে যান, সমাজও সেই অনুসারে তাকে স্বীকৃতি দিবে এটাই স্বাভাবিক l কিন্তু এই অঙ্ক সবক্ষেত্রে মেলে না l কেউ কাজ করেন প্রকাশ্যে l সকলে তাঁর কাজের বিষয়টা জেনে যান l তাঁর অনুগামী ভক্তজনেরা থাকেন l তাঁদের মাধ্যমে এই কাজ প্রচার পেয়ে যায় l নিজের প্রভাব প্রতিপত্তির কারণে ন্যায়পথে বা অন্যায় পথে তাঁর অনেক পুরস্কার, স্বীকৃতি জুটে যায় l
কিন্তু কিছু মানুষ থাকেন প্রচারবিমুখ l গোপনে কাজ করে যান l সমাজ, দেশ তাঁর কাজের দ্বারা উপকৃত হয় l কিন্তু তাঁর কাজের খবর কারো জানা থাকে না l তিনি মানুষের কথা ভাবেন, মানুষের জন্য কাজ করে যান, তাদের মঙ্গলের জন্য লেখালেখি করেন l এভাবেই জীবন কেটে যায় তাঁর l কিন্তু জীবনভর কোনো পুরষ্কার, কোনো স্বীকৃতি জোটে না তাঁর l তাঁকে নিয়ে কোনো কবিতা, গল্প প্রবন্ধ লেখা হয় না l তাঁর অনুগামী ভক্তবৃন্দ থাকে না l তাই তাঁর মৃত্যুতে একমাত্র তাঁর স্ত্রী, পুত্র ছাড়া আর কেউ শোক করে না, তাঁকে স্মরণ করে না l সমাজ তাঁকে মনে রাখে না l তাঁর জন্মদিনও পালিত হয় না l তবু তাঁর কাজের চরিত্রের কোনো বদল হয় না l একইভাবে তিনি কাজ করে যান l অপরের জন্য, সকলের জন্য l
কবি সন্দীপ গোস্বামী "শুধু তোমাদের জন্য" কবিতাটিতে একটি বার্তা দিয়েছেন l তা হলো, প্রথমত, সমাজে যাঁরা ভালো কাজের জন্য পুরস্কৃত হন, সমাজ যাঁদের স্বীকৃতি দেয়, তাঁরা তাঁদের ভালো কাজের জন্যই এই সম্মান পান l কিন্তু এই স্বীকৃতি সর্বদা কাজের জন্যই আসে না l কিছু অসৎ বিষয় থাকে, যে কারণে অযোগ্য ব্যক্তিও অনেক ক্ষেত্রে স্বীকৃতি, পুরস্কার পেয়ে যান l দ্বিতীয়ত, সমাজ গুটিকয় এই স্বীকৃত, পুরস্কৃত ব্যক্তির কাজের দ্বারাই শুধু সমৃদ্ধ হয় না l খ্যাতির আড়ালে, প্রচারের আড়ালে বহু বহু মানুষ নীরবে, নিভৃতে কাজ করে চলেছেন l এদের দল নেই l অনুগামী ভক্তবৃন্দ নেই l এঁদের জন্য কোনো সুপারিশ হয় না l তাই এরা কখনো পুরস্কৃত হন না, কোনও সরকারী সহায়তা পান না l কিন্তু এমন লক্ষকোটি মানুষের প্রতিনিয়ত একনিষ্ঠ কাজ ও সাধনাও দেশ সমাজের এগিয়ে চলার পথে সহায়ক হয় l সভ্যতা বিকশিত হয় l জাতির স্বপ্ন সাকার হয় l


কবিকে জানাই শুভকামনা !!