শরৎ নিয়ে কয়েকদিনের ব্যবধানে কবি নুরুল ইসলামের দুটি কবিতা পড়লাম l ২১-০৯-২০১৭ তারিখ প্রকাশিত "শরৎ সন্ধিক্ষণে" এবং ০৫-১০-২০১৭ তারিখ প্রকাশিত "শরতের মন" l দুটো কবিতাতেই শরতের প্রকৃতির সুন্দর চিত্রণ আছে আর আছে শরতের প্রভাবে মনের মধ্যে যৌবনের অনুভব ও প্রেমবোধের প্রকাশ l
"শরৎ সন্ধিক্ষণে" কবিতায় শরতের আগমনে নদীর তীরে কাশফুলের বিস্তৃত সমাহারে মনে হয় যেন কেউ প্রান্তর জুড়ে সাদা তুলোর পাঁজি বিছিয়ে রেখেছে l নদীর জলে ডুবানো আছে পাটের গোছা l দীর্ঘদিন সেইভাবে জলে থাকার ফলে রঙ বিবর্ণ হয়ে মনে হয় যেন পাটের গোছার তলে হাজা হয়ে গেছে l পানকৌড়ি নদীর বুকে পানার ফাঁকে ফাঁকে শিকার খুঁজছে l শরৎকাল যেন আপনমনে মনভোলানো এরকম সব সুন্দর সুন্দর ছবি এঁকে চলেছে l
নীল আকাশে সাদা মেঘরাশি ধীরবেগে ভেসে চলেছে l যেমন ভাটার সময় মাঝি নৌকায় গুণ বেঁধে নদীর তীর বরাবর ধীরবেগে নৌকাকে টেনে নিয়ে যায় l
শান্ত পুকুরে শাপলার কলি ফোটে l কৃষক-কন্যা মনের খুশিতে দু-আঁজলা ভরে শালুক কুড়ায় l
পদ্মপাতায় ব্যাঙ লাফিয়ে চলে এবং কখনো সাপ ফণা তোলে l এইসবের মাঝে শরতের স্নিগ্ধ বাতাস যেন নৃত্যের তালে দোল খেতে খেতে বয়ে যায় l
প্রকৃতির কোলে সবুজের, শুভ্রতার, প্রাণের, আনন্দের, গতির এই খেলা, তার ফুলেল সুবাস মানুষের মনে যৌবনকালের অনুভব নিয়ে আসে l গরমকাল শেষের পথে l শীতকাল আগত l প্রকৃতি রেঙেছে নতুন রঙে l সেই রঙ এসে লাগে মানুষের মনে l তার উৎসাহ, উদ্দীপনা শতগুণ বেড়ে যায় l জীবনের আনন্দ বেড়ে যায় অনেকটাই l


"শরতের মন" কবিতাটিতে নদী শীর্ণা l এঁকে বেঁকে চলেছে l অনেক দূরে মনে হয় যেন নদীর দুই পার নীল আকাশে মিলে গেছে l এখানেও নদীর দুই পাড়ে কাশবন l ধবল-সাদা ফুল ফুটে আছে সেখানে l স্রোতস্বিনী নদী সেই রূপ গায়ে মেখে যেন তার দুই ধারকে সাজিয়েছে l নদীতীরে কাশ ফুলের আড়ালে আড়ালে যেমন দূর্বাঘাস মাথা তুলেছে, তেমনই এই নৈসর্গিক সৌন্দর্যের জালে মানুষের মন ভালবাসার সম্পর্কে জড়িয়ে উদাস হয়ে যায় l শরীরে দোলা আসে l মন আবেগতাড়িত হয়ে যেন নীল আকাশের গায়ে শিল্পীর তুলিতে আঁকা সাদা মেঘরাশিতে হারিয়ে যায় l
শরতের নির্মল আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে l প্রেমিকের উদাসী মন ভালবাসার সন্ধানে বেরিয়ে পড়ে l
এইভাবে উভয় কবিতাতেই প্রকৃতিচিত্রণের পটভূমিতে কবি প্রেমের জয়গান গেয়েছেন l প্রকৃতি যেমন আপন খেয়ালে ঋতু থেকে ঋতু নিজেকে নানা সাজে সজ্জিত রাখে, রূপ রঙ রসে এই জগতকে ভরিয়ে তোলে, মানুষেরও তেমন ভালবাসার ধর্মে উজ্জীবিত হয়ে সর্বদা সৃষ্টির, সৌন্দর্যের সাধনায় মগ্ন থাকা উচিত l প্রকৃতি যেন আমাদের এই শিক্ষাই দেয় l


সুন্দর দুটি কবিতা উপহার দেবার জন্য কবিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা !!