স্বপ্ন আমরা সবাই দেখি l স্বপ্ন দেখার পরিকল্পনা থাকে না l কিন্তু রাতে শুয়ে পড়লেই স্বপ্নগুলো একের পর এক আসতে থাকে l কেন আমরা স্বপ্ন দেখি তার কতো ব্যাখ্যা আছে l ফ্রয়েডীয় মনস্তত্ব আছে l আমাদের দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলি বাস্তবে পূরণ হয়ে ওঠে না, স্বপ্নে সেগুলি আমরা পেয়ে যাই l প্রাপ্তির ক্ষণিক আনন্দ মেলে স্বপ্ন চলাকালীন l তারপর স্বপ্ন ভেঙে যায় l আবার সেই অপ্রাপ্তির বেদনা l স্বপ্ন কেবল ক্ষণিকের সুখ দেয় l আমরা কোনো বিষয় নিয়ে যদি খুব চিন্তা করি, সেই বিষয়কে ঘিরে কিছুটা ডানে বামে স্বপ্ন আসে l কাউকে যদি খুব কামনা করি, বাস্তবে হয়তো তাকে পাওয়ার কোনো সুযোগ নেই, স্বপ্নে তার দর্শন পাই, তার সঙ্গে কথা হয় l আলাপ আরো এগোয় l কিন্তু শেষে ঐ স্বপ্ন ভাঙার ব্যাপারটা থাকছেই l পরাবাস্তব থেকে আবার সেই পুরো বাস্তব জীবনে l
কবিরা স্বভাবতই স্বপ্নচারী l  "সুখের স্বপন" কবিতায় কবি বিপ্লব সাউ এরকম এক প্রেমিকের স্বপ্ন অভিযানের বৃত্তান্ত এনেছেন l রাতে চোখ বুজলেই এক মায়াবী স্বপ্নে আচ্ছন্ন হয়ে পড়ে সে l গোটা পৃথিবী জুড়ে সে শুধু নিজেকে আর তার প্রেমিকাকে ছাড়া আর কাউকে দেখতে পায় না l স্বপ্নের ক্ষেত্রে যেটা হয়, স্থান, কাল, পাত্র জ্ঞান কিছুটা লোপ পেয়ে যায় l আর যুক্তিবোধের ধারটাও কমে যায় l ফলে স্বপ্ন যা দেখায় তার যৌক্তিকতা নিয়ে, তার স্থান কাল পাত্রে কোনো অসঙ্গতি থাকলে তা নিয়ে মনের মধ্যে কোনো প্রশ্ন জাগে না l স্বপ্ন যা দেখায়, শয়নকালে আমরা তাই গোগ্রাসে গিলি l আর এখানে তো প্রেম ভালোবাসার ব্যাপার l এমনিতেই প্রেমিকেরা অতিকথনে অভ্যস্ত l রোমান্টিকতা তাদের রক্তে l ফলে গোটা পৃথিবী জুড়ে শুধু একটাই যুগল l কবি এই স্বপ্ন দেখার কারণও বর্ণনা করছেন l প্রেমীর গোটা হৃদয় জুড়ে রয়েছে শুধু তার প্রেমিকা l অন্য কেউ নয় l তারই রূপক হয়ে স্বপ্নের মাঝে সে দেখছে গোটা পৃথিবী জুড়ে শুধু তারাই রয়েছে, অন্য কেউ নয় l
স্বপ্নে সেই প্রেমিক শুধু সুখের পরশটুকুই পায় l বাস্তব জীবনের যে দ্বন্দ্ব সংঘাত তা তার সুখস্বপ্নকে বিঘ্নিত করে না l সে আর তার প্রিয়া - এই নিয়ে গড়ে ওঠে তাদের স্বপ্নের সুখের পৃথিবী l


সারা দিন ধরে সে শুধু সুখের অনুভবটুকুই নেয় l কারণ সে জানে জীবন যাপনের ধরনটাই স্বপ্নের বিষয় নির্বাচন করে দেয় l সেই স্বপ্নে তার মধুময় উপভোগের মধ্যে কেউ চোখ রাঙিয়ে তার সুখের ব্যাঘাত ঘটায় না l দুঃখের প্রবেশ সেখানে নিষিদ্ধ l


সহজ সরল ভাষায় সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক প্রেমভাবের এক মনোরম কবিতার জন্য কবিকে হার্দিক অভিনন্দন l